Loading..

উদ্ভাবনের গল্প

১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:০৫ অপরাহ্ণ

মেধা- মননে সৃজনশীলতার বিকাশ

আসসালামু আলাইকুম

আমরা জানি প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য শিক্ষার্থীর সৃজনশীলতা বিকাশ এবং উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। তাদের সেই লক্ষ্য  বাস্তবায়নের জন্য আমি  বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শি্ল্প সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য   লেখাপরার পাশাপাশি প্রায়ই গল্প, কবিতা, ছড়া  লেখা এবং ছবি আকাঁয় উৎসাহিত করি।আমার নির্দেশনায় ক্লাসের বাইরে অবসর সময়ে  তাদের উন্মুক্ত  ভাবনায় নিজের  মনের মাধুরী মিশিয়ে লেখার চেষ্টা করতে উৎসাহিত করি।। তাদের সেই ছোট ছোট লেখা গুলোই চমৎকার ভাবে ফুটে ওঠে দেয়াল পত্রিকায়। আমি বিশ্বাস করি একদিন এখান থেকেই হয়তো বেরিয়ে আসবে আগামী দিনের কবি, সাহিত্যক। যারা নেতৃত্ব দিবে আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা  বিনির্মানে। 

আরো দেখুন