Loading..

উদ্ভাবনের গল্প

২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

গণিত_বিষয়ের_সাপ্তাহিক_ফলোআপ_জুম_মিটিং:

গণিত_বিষয়ের_সাপ্তাহিক_ফলোআপ_জুম_মিটিং:

চাঁদপুর সদর উপজেলাধীন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় এর গণিত বিষয়ের সকল শিক্ষকদের সদয় অবগতি ও কার্যাথে জানানো যাইতেছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এস ই ডি পি প্রোগ্রামের "Dissemination Of New Curriculum" স্কিমের আওতায় নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এর লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকগনের সাপ্তাহিক অনলাইন ফলোআপ সেশন আয়োজন করতে হবে।তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্মারকনং ইউএসইও /৩৬/২০০৩/২০২৩-১৩৬ তারিখ ১০ মে ২০২৩ আদেশ মোতাবেক আগামী, ১৯ই_সেপ্টেম্বর_২০২৩_তারিখ_রোজ_মঙ্গলবার_রাত_৯ঃ০০ ঘটিকায় জুম অ্যাপের ব্যবহার পূর্বক সাপ্তাহিক ফলোআপ সেশন অনুষ্ঠিত হবে। উক্ত ফলোআপ সেশন এ চাঁদপুরের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব প্রানকৃষ্ণ দেবনাথ প্রধান অতিথি হিসেবে এবং চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তাই উক্ত ফলোআপ সেশন এ গণিত বিষয়ের সকল শিক্ষকবৃন্দকে যথা সময়ে যোগদান করে নতুন কারিকুলাম বাস্তবায়নে অগ্রনীভূমিকা পালনের জন্য অনুরোধ করা হলো। আলোচ্যসূচি: ১। নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক ষান্মাসিক মূল্যায়ন ও শিখনকালীন মূল্যায়ন প্রসঙ্গে। ২। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক ষান্মাসিক মূল্যায়ন ও শিখনকালীন মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট তৈরি প্রসঙ্গে। ৩। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক ষান্মাসিক মূল্যায়ন ও শিখনকালীন মূল্যায়নের রেকর্ডপত্র সংরক্ষণ প্রসঙ্গে। ৪।বিবিধ।

আরো দেখুন