Loading..

উদ্ভাবনের গল্প

২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৫৬ অপরাহ্ণ

"খেলার ছলে যোগ -বিয়োগ অংক শিখি"

আমার উদ্ভাবনী গল্পের শিরোনাম

                      "খেলার ছলে যোগ -বিয়োগ অংক শিখি "

আমার এই গল্পটি মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৈরি হকরেছি।প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বয়সে অনেক ছোট থাকে। শিক্ষার্থীদের গণিতের প্রতি একটি ভীতি কাজ করে। আমি সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের আনন্দের সাথে সহজে বুঝতে পারে এই রকম ক্লাস উপহার দিতে।তাই আমি এই কৌশলটি আমার প্রথম শ্রেণির গণিত ক্লাসে প্রয়োগ করি।আমি যখন ক্লাসে এটি  প্রথমে দেখিয়েছি তখন শিক্ষার্থীরা এতো আনন্দ পেয়েছে যা বলে বুঝানো অসম্ভব। শিক্ষার্থীদের যখন বলেছি আজকে আমরা খেলব তখন তারা খুবই আনন্দিত হয়ে বলল আমরা খলব।আমি প্রথমেই শিক্ষার্থীদের খেলার নিয়ম বলে দেই।তারপর দুইজনকে খেলতে দেই আর অন্য জনকে অংক করতে দেই।এটি মূলত যোগ -বিয়োগ অংক করতে পারার একটি অত্যন্ত সহজ ও আনন্দদায়ক কৌশল। আমার প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এই কৌশলে খুব সহজেই আনন্দের সাথে যোগ -বিয়োগ অংক করতে শিখেছে কোনো ভয় ভীতি কাজ করেনি শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীরা এতো আনন্দ পেয়েছে এই খেলার ছলে অংক করতে পেরে তা আমি নিজেও বুঝতে পারিনি।আর এতো দ্রুত ও সহজেই যোগ -বিয়োগ অংক শেখাতে পেরেছি। সত্যি সত্যিই অবিশ্বাস্য। আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে । এখন শুধু শিক্ষার্থীরা আমার গণিত ক্লাসের জন্য অপেক্ষা করে থাকে আর অফিস কক্ষের সামনে এসে বলে ম্যাম আমাদের ক্লাসে কখন আসবেন? সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে শিক্ষার্থীদের এতো দ্রুত যোগ -বিয়োগ অংক শেখাতে পেরে।

আরো দেখুন