শিক্ষায় অগ্রযাত্রা

গুচ্ছের ফাঁকা আসনে কপাল খুলছে দুই হাজারের বেশি ভর্তিচ্ছুর

মোঃ জাহেদুল ইসলাম ২২ সেপ্টেম্বর,২০২৩ ১৮ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ রেটিং ( )

গুচ্ছের ফাঁকা আসনে কপাল খুলছে দুই হাজারের বেশি ভর্তিচ্ছুর

চতুর্থ মেধা তালিকা প্রকাশের একমাস পর ভর্তি কমিটির সিদ্ধান্তে পঞ্চম মেধাতালিকা প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। এতে কপাল খুলছে দুই হাজারের বেশি ভর্তিচ্ছুর। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৫ সেসভায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানান, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো প্রায় ২ হাজার ২০০ আসন শূন্য রয়েছে। এতোসংখ্যক আসন ফাঁকা রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে চায় না ভর্তি কমিটি। আসন শূন্য রেখে ভর্তি কার্যক্রম গুটিয়ে নিলে অনেকে ভর্তিচ্ছুর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোও কাঙ্ক্ষিত শিক্ষার্থীও পাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। অপেক্ষমাণ তালিকায় থাকাদের মেধাতালিকার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হতে পারে।

এর আগে কর্তৃপক্ষ প্রথমে তিন ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত নেয়। গত ২০ থেকে ২৪ জুলাই প্রথম ধাপে ভর্তি শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট পর্যন্ত চলে ভর্তি কার্যক্রম। তারপরও আসন খালি থাকায় চতুর্থ ধাপে ভর্তি নেয়া হয়। এরপর এক মাস আর ভর্তির জন্য অপেক্ষমাণ

কোনো তালিকা বা নির্দেশনা দেয়া হয়নি।প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যায়ে  চতুর্থ ধাপে ভর্তির পরও দুই হাজারের বেশি আসন এখনো শূন্য রয়েছে বলে জানান ভর্তি কমিটির সদস্যরা। দীর্ঘ একমাস পার হলেও শূন্য এসব আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে কি না, তা নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় গুচ্ছ ভর্তি কমিটি।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
ফিরোজ আহমেদ
২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৬ পূর্বাহ্ণ

Best wishes for you with like, comment and full rating.


মোঃ জাহেদুল ইসলাম
২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।


মোছাঃ নাজনীন খাতুন
২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

ধন্যবাদ। লাইক ও পূর্ণরেটিং সহ শুকামনা রইল।


মোঃ জাহেদুল ইসলাম
২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

ধন্যবাদ স্যার।