Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৭ অপরাহ্ণ

তুলনা করি (বড়-ছোট)

কাগজের তৈরি ঘর তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের সহজেই বড় ছোট সম্পর্কে ধারণা দেব।

এই পাঠে শিক্ষার্থীরা খুব আনন্দ নিয়ে অংশগ্রহণ করবে।প্রত্যেকের কাছে এক টুকরো করে কালারিং কাগজ দেয়ার পর বলব ঘর বানানোর জন্য। তারপর দুই জন শিক্ষার্থীর তৈরি করা ঘর নিয়ে সামনে এসে ক্লাসে সবাইকে দেখাব।তাদের জিজ্ঞেস করবো কোনটি বড় আর কোনটি ছোট। এভাবে খুব সহজেই ছোট -বড় সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করবে।

আরো দেখুন