Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১১ পূর্বাহ্ণ

ওয়াট কিভাবে নির্ণয় করে

য়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী DC এর ক্ষেত্রে-

P = V×I = I2×R = V2÷R

 

 

অর্থাৎ,

  • P = V×I অথবা
  • P = I×R অথবা
  • P = V2/R

এই তিন ভাবে প্রকাশ করা যায়।

ওয়াট বের করতে ওহম এর সূত্র (Ohm’s law) অনুযায়ী AC এর ক্ষেত্রে-

P = V×I×P.F

= I2×R×P.F

= (V2×P.F)÷R

 

অর্থাৎ,

  • P = V×I×P.F অথবা
  • P = I2×R×P.F অথবা
  • P = (V2×P.F)÷R

এই তিন ভাবে প্রকাশ করা যায়।
এখানে,

P = Power যার একক হলো Watt
I = Current যার একক হলো Ampere
V = Voltage যার একক হলো Volt
R = Resistance যার একক হলো Ohms
PF = Power Factor, ফেজ এঙ্গেল এর মান (Cosϴ)

আরো দেখুন