Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ণ

পিপিই ব্যবহারে সীমাবদ্ধতা ও ব্যবহার

স্বাস্থ্য এবং নিরাপত্তা ধারা ১৯৯৫, অনুসারে সন্ধান ক্ষতির বা দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য পিপিই ব্যবহার করতে হবে । দূষণ কমানোর জন্য ব্যক্তিগত নিরাপত্তা উপাদান ব্যবহার করা ঠিক নয় । কারণ কোনো সতর্ক বার্তা ছাড়াই এগুলো মাঝে মধ্যে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। ঝুঁকির উপযুক্ত নিরাপত্তা প্রদানে গিপিছ এর কিছু সীমাবদ্ধতা রয়েছে-

১. কখনও কাজের বাধী বা বিপত্তি ঘটায়

২. স্বাস্থ্য এবং নিরাপত্তার অন্যান্য ঝুঁকি সৃষ্টি করে

৩. ব্যবহারে আরামদায়ক নাও হতে পারে

৪. দীর্ঘ সময়ের জন্য ব্যয়বহুল হয়।

 

পিপিই নির্বাচন 

ব্যক্তিগত নিরাপত্তা উপাদানগুলো (পিপিই) এমন ভাবে নির্বাচন করা হয় যা প্রতিটি স্বরের নিরাপত্তা নিশ্চিত করে। পিপিই যেমনটি হওয়া উচিত -

১. ব্যবহারকারীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবে

২. কাজের ধরন অনুযায়ী উপযুক্ত হতে হবে এবং বিপদে ঝুঁকির উপযুক্ত নিরাপত্তা প্রদান করবে।

৩. স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে অতিরিক্ত ৰুকি সৃষ্টি করে না

৪. ব্যবহৃত অন্যান্য পিপিই এর সাথে সামঞ্জস্যপূর্ণ ও সহজে ব্যবহার যোগ্য

৫. আরামদায়ক

৬. ব্যবহারকারীকে যে কোনো ধরনের মেডিকেল শর্তের বাঁধা বা বিপত্তি ঘটাবে না

৭. বাংলাদেশের আর্দশমান অনুযায়ী প্রাসঙ্গিক হবে ।

পিপিই নির্বাচনের সময় কর্মীদের সাথে আলাপ করে নিতে হবে। ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য এবং স্টাইলকে বিবেচনা করতে হবে ।

 

পিপিই এর সঠিক ব্যবহার 

পিপিই ব্যবহারের পূর্বে নিম্মলিখিত বিষয়গুলি নিশ্চিত করতে হবে-

১. স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবানুমুক্ত করা।

২. পিপিই সঠিকভাবে ফিট হতে হবে।

৩. কীভাবে এটি ব্যবহৃত হয় তার নিদের্শনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া।

৪. উৎপাদনকারীর নিদের্শনা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা উপাদানগুলো (পিপিই)।

৫. যেখানে পিপিই পরিধান করতে হবে সেখানে অবশ্যই একটি চিহ্ন দিয়ে রাখা। যাতে করে কর্মীরা খুব সহজেই মনে করে ব্যবহার করতে পারে ।

 

প্রশিক্ষণের মাধ্যমে পিপিই এর সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানা উচিত । যাদের বা যখন এটি জানতে হবে

১. যখন নতুন পিপিই পাওয়া যায়

২. যখন নতুন শ্রমিক কাজ শুরু করে

৩. মাঝে মাঝে কর্মীদের স্মরণ করে দিন।

ওয়ার্কশপে কাজ করার সময় যে কোন দূর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই নিরাপদ পোশাক ও নিরাপদ সরঞ্জামাদি পরিধান করা দরকার। যেমন-

  • অ্যাপ্রন পরিধান না করলে অসতর্কতাবশত ঢিলেঢালা পোশাক কোথাও জড়িয়ে বা পেঁচিয়ে দূর্ঘটনা ঘটতে পারে।
  • গ্রাইন্ডিং মেশিন এবং চিপিং করতে নিরাপদ চশমা পরিধান করলে ছিটকে যাওয়া চিপস এর আঘাত থেকে চোখকে রক্ষা করা যায়।
  • লম্বা চুল বেধেঁ হেলমেট না পড়লে ঘূর্ণয়মান কোন যন্ত্রাংশে জড়িয়ে মারাত্নক দুর্ঘটনা ঘটতে পারে।

আরো দেখুন