Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪০ পূর্বাহ্ণ

ঝুঁকি (Risk) ঝুঁকির ধরন এবং শ্রেণি বিন্যাস

ঝুঁকি (Risk) 

ঝুঁকি হলো যেকোন বাস্তব অবস্থা বা ঘটনা যার কারনে কোনো ব্যক্তির বা ধনসম্পদের বা পরিবেশের ক্ষতি বা উৎপাদন ব্যবস্থা বিপত্তি বা হতাহত অথবা দীর্ঘস্থায়ী রোগ-ব্যাধিজনিত কারনে অনাকাংখিত ক্ষয়ক্ষতি। বিপদ বা ঝুঁকির সর্বশেষ ফল হলো দুর্ঘটনা। সম্ভাব্য বিপদসমূহ পর্যবেক্ষন, সনাক্তকরণ এবং দুরীকরণ বা কমানোর ফলে দুর্ঘটনা হ্ৰাস তথা ঝুঁকি এড়ানো সম্ভৰ।

ঝুঁকির ধরন এবং শ্রেণি বিন্যাস 

কর্মক্ষেত্রে বিপদ বা ঝুঁকি নিম্নোলিখিত ভাবে ভাগ করা যায়-

  • ভৌতিক (শারীরিক) ঝুঁকি 
  • রাসায়নিক ঝুঁকি 
  • জৈবিক ঝুঁকি 
  • মনোসামাজিক ঝুঁকি 
  • মানসিক ঝুঁকি

আরো দেখুন