Loading..

উদ্ভাবনের গল্প

২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ

সংখ্যা চেনা (১-১০)

আমার দ্বিতীয়  উদ্ভাবনী  গল্পের শিরোনাম -

          ”শিখন যদি আনন্দময় হয়, শিশুরা পাঠে বেশি মনোযোগী হয়”

প্রথম শ্রেণির গণিত ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যা চেনানোর একটি সহজ পদ্ধতি হিসেবে আমি এই সংখ্যার ছড়া কৌশলটি প্রয়োগ করে বেশি সফল হয়োছি।আমার প্রথম শ্রেণির শিক্ষার্থীরা খুব সহজেই সংখ্যা চিনতে পেরেছে,  আমাকে বলতে পেরেছে এবং লিখে ও দেখাতে পেরেছে। আমি যখন এলোমেলো সংখ্যা দেখিয়েছি তখন সহজেই বলতে পেরেছে। শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে ক্লাসে মনোযোগী হয়ে পুরো ক্লাসটি উপভোগ করেছে। খুবই  আনন্দের সাথে সংখ্যার ছড়াটি উপভোগ করেছে।শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে বেশি আগ্রহী হয় আর ক্লাসটি খুব সহজেই শিক্ষার্থীদের বুঝানো যায় আনন্দময় পরিবেশে। শিশুরা তখন পাঠে বেশি মনোযোগী হয়ে উঠে।কোমলমতি শিশুদের আনন্দের সাথে পাঠদান করতে সহজ পদ্ধতি অনুসরণ করলে তাদের পাঠে মনোযোগ বৃদ্ধি পায় আর সে পাঠ আনন্দের সাথে শিখে।

আরো দেখুন