Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৯ পূর্বাহ্ণ

একক ও প্রতিক সহ কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সঙ্গা দার

কারেন্ট 

কারেন্ট হচ্ছে ইলেক্টনিক চার্জের প্রবাহের হার। আরও ভালোভাবে বলতে গেলে কোনো একটি পরিবাহি বা কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেক্টনিক চার্জসমুহ যে হারে প্রবাহিত হয় তাকেই আমরা কারেন্ট বলি থাকি। কারেন্টকে I  দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হচ্ছে এম্পিয়ার (A)। 

কারেন্ট সাধারনত দুই প্রকারের হয়ে থাকে

১) অল্টারনেটিং কারেন্ট (AC Current) ।
২) ডাইরেক্ট কারেন্ট (DC Current) । 
১) অল্টারনেটিং কারেন্ট (AC Current):  যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বলে।  
২) ডাইরেক্ট কারেন্ট (DC Current):  যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তিত হয় না তাকে ডাইরেক্ট কারেন্ট বলে।  

 ভোল্টেজ কি?

ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক চাপ। আরও সহজ ভাবে বলতে গেলে কোনো সার্কিট বা পরিবাহির মধ্য দিয়ে ইলেকট্রনিক চার্জসমুহকে প্রবাহিত করার জন্য, যে চাপ প্রয়োগ করা হয় সেই চাপই হচ্ছে ভোল্টেজ।  ভোল্টেজকে V  দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হচ্ছে ভোল্ট (V)। 

 রেজিস্ট্যান্স কি?

রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহী পদার্থের একটি ধর্ম। আরও সহজভাবে বলতে গেলে রেজিস্ট্যান্স হচ্ছে
পরিবাহী পদার্থের একটি বৈশিষ্ট্য বা ধর্ম। যা পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে বাধাগ্রস্ত করে। পরিবাহীর এই ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা রেজিস্ট্যান্স বলি। রেজিস্ট্যান্সকে V  দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হচ্ছে ওহম (ohm)। 
এখন আমি  ছোট্ট একটি উদাহরন দিয়ে আপনাদের সামনে এই তিনটি বিষয়কে ক্লিয়ার করবো। চিত্রে  একটি ওয়াটার সিস্টেম রয়েছে।

ওয়াটার সিস্টেমের উপরে একটি পানির ট্যাংক আছে। যার মধ্যে কিছু পানি রয়েছে। এই পানিটি অভিকর্ষ বলের কারনে পাইপ লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। যদি আমরা এই জমানো পানিকে ভোল্টেজ ধরি, এবং পাইপ লাইনের মধ্য দিয়ে যে হারে পানি প্রবাহিত হচ্ছে তাকে যদি আমরা কারেন্ট ধরি,তাহলে  আমরা বলতে পারি, যে বৈদ্যুতিক চাপের কারনে কারেন্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই চাপটাকেই ভোল্টেজ বলে। এবং পরিবাহীর মধ্য দিয়ে যে হারে প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। এবং আমরা এই ওয়াটার সিস্টেমের মধ্যে একটি ট্যাপ দেখতে পাচ্ছি, যেই  ট্যাপের উপরে নব দিয়ে আমরা পানির ফ্লোকে কম বেশি করতে পারি, এই কম বেশি করার ধর্মটাই হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারনে কারেন্ট প্রবাহিত হতে বাধাগ্রস্ত করে, সেই ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা রেজিস্ট্যান্স বলি।

আরো দেখুন