Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ

বৈদ্যুীতক তার ক্যাবল ও জয়েন্ট

১। জয়েন্ট কি ?

উত্তরঃ ইনসুলেশন মুক্ত দুটি আলাদা তারকে একটি নির্দিষ্ট নিয়মে প্যাঁচানোর পদ্ধতিকে জয়েন্ট বলে। অন্যভাবে বলা যায়, এক বা একাধিক খেই যুক্ত আলাদা তারের সংযোগকে জয়েন্ট বলে। বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে জয়েন্ট করা হয়ে থাকে। তবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামে সংযোগ প্রদান করার জন্যও জয়েন্ট করা হয়।

২। ভালো জয়েন্টের গুনাবলি বা বৈশিষ্ট্য লিখ

উত্তর: জয়েন্ট করার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হয় তা নিচে তুলে ধরা হলো-

  • জয়েন্টের স্থলে যেন কারেন্ট প্রবাহে বাধার তৈরি না হয়।
  • জয়েন্ট যেন যান্ত্রিক ভাবে মজবুত বা শক্তিশালী হয়।
  • জয়েন্ট টানলে যেন খুলে না যায়।
  • জয়েন্টের স্থান বাহিরের দিক থেকে দেখলে যেন সুন্দর মনে হয়।
  • ৩। বৈদ্যুতক তারের জয়েন্ট কত প্রকার ও কি কি
  • জয়েন্টের শ্রেণিবিভাগ নিম্নে প্রদান করা হলো-

  • টি জয়েন্ট অথবা টেপ জয়েন্ট
  • গাট পড়ানো টি জয়েন্ট
  • ডুপ্লেক্স জয়েন্ট
  • ডুপ্লেক্স টি জয়েন্ট
  • ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট
  • পিগটেইল জয়েন্ট
  • ব্রিটেনিয়া জয়েন্ট
  • ম্যারেড জয়েন্ট
  • বেল হ্যাঙ্গার জয়েন্ট এবং
  • স্প্লাইস জয়েন্ট ইত্যাদি।
  • ৪।বৈদ্যুতিক তারের জয়েন্ট করার পদক্ষেপ সমূহ কি
  • উত্তর: আদর্শ জয়েন্টের পদক্ষেপ গুলো তুলে ধরা হলো-

        ✔ স্কিনিং বা তারের ইনসুলেশন তুলে ফেলা
        ✔ স্ক্র্যাপিং বা ইনসুলেশন মুক্ত তারকে পরিষ্কার করা
        ✔ টাইয়িং বা সংযোগ করা
        ✔ সোল্ডারিং বা ঝালাই করা
        ✔ টেপিং করা
    ৫। বৈদ্যুতিক তারের জয়েন্টের সঠিক ব্যবহার

    উত্তর: নিম্নে আমরা সচরাচর যে জয়েন্টগুলো করে থাকি সেগুলো কোনটি কোথায় ব্যবহার করা হয়ে থাকে তা আলোচনা করা হলোঃ-

    টি জয়েন্ট অথবা টেপ জয়েন্টঃ হঠাৎ কোনস্থানে লাইনের ট্যাপিং করার জন্য “টি” জয়েন্ট ব্যবহার করা হয়। (T) টি জয়েন্টকে অনেকে টেপ জয়েন্টও বলে থাকে। মূলত ইংরেজি অক্ষর (T) টি এর মত দেখতে মনে হয় বলে এ জয়েন্টকে টি জয়েন্ট বলা হয়।

    পিগটেইল জয়েন্টঃ যে সকল স্থানে জয়েন্ট এর স্থলে টান থাকে না এমন ধরনের জায়গায় পিগটেইল জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। পিগটেইল জয়েন্ট জাংশন বক্স, সুইচ বোর্ড ইত্যাদি স্থানে বেশি ব্যবহার করা হয়ে থাকে।

    ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্টঃ ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট সাধারনত যেখানে সংযোগস্থলে তারে কিছুটা টান পড়তে পারে সেখানে ব্যবহার করা হয়।

    ব্রিটেনিয়া জয়েন্টঃ ওভার হেড লাইনে মোটা তারের জন্য যে সকল স্থানে পর্যাপ্ত টান সহ্য করার দরকার হয়, সে সকল স্থানে ব্রিটেনিয়া জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে।

    ডুপ্লেক্স জয়েন্টঃ দুই কোর বিশিষ্ট তারের ক্ষেত্রে ডুপ্লেক্স জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। ডুপ্লেক্স জয়েন্ট এমনভাবে করা হয়ে থাকে যেখানে একটি খোলা জয়েন্টের সাথে অন্য খোলা জয়েন্টের সংযোগ না হয়। এ ধরনের জয়েন্টে টেপিং না করলেও শর্ট সার্কিট হতে পারে না। দুই কোর বিশিষ্ট তারের সংযোগ স্থলে ট্যাপিং করার প্রয়োজন হলে ডুপ্লেক্স জয়েন্ট করা হয়ে থাকে।

    ম্যারেড জয়েন্টঃ বহু খেই বিশিষ্ট তারের জয়েন্ট করতে ম্যারেড জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের জয়েন্ট খুবই শক্ত হয়ে থাকে। তাই যে সকল স্থানে টান সহন ক্ষমতা বেশি দরকার হয়ে সেখানে ম্যারেড জয়েন্ট ব্যবহার করা যায়।

    স্প্লাইস জয়েন্টঃ ওভার হেড লাইনে দুইটি সলিড কন্ডাক্টরকে সংযোগ বা জয়েন্ট করার জন্য স্প্লাইস জয়েন্ট বেশ কার্যউপযোগী। বহু খেই বিশিষ্ট তারের সংযোগকে স্প্লাইস বলা হয়ে থাকে।


আরো দেখুন