Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩ অপরাহ্ণ

প্রজেক্ট - "বন্ধুর জন্য উপহার"
প্রজেক্ট - "বন্ধুর জন্য উপহার"
আর্থিক পরিকল্পনা অনুযায়ী সঞ্চয়কৃত অর্থ থেকে নমুনা কর্মসূচী ছিল -
১. বনভোজন
২. দর্শনীয় স্থানে বেড়ানো
৩. ক্লাসে কোনো উৎসব
বা শিক্ষার্থীদের পছন্দমতো ভিন্নধর্মী কিছুর আয়োজন করা।
আমার শিক্ষার্থীরা বেছে নিয়েছে এমন একটি প্রজেক্ট যে ভালো কাজটির জন্য তারা আনন্দ পাবে এবং তাদেরই একজন বন্ধু উপকৃতও হবে। তাই তারা জনপ্রতি ১০ টাকা সঞ্চয় করে এ চমৎকার উদ্যোগটি নিয়েছে।
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিপা। স্কুল ব্যাগ কেনার মতো তার আর্থিক সামর্থ্য নেই। তার সহপাঠী বন্ধুরা তাকে একটি স্কুল ব্যাগ উপহার দিয়েছে। উপহারটি পেয়ে নিপা ভীষণ খুশি।
আমাদের শিক্ষার্থীরা মানবিক হবে, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ আচরণে অভ্যস্ত হয়ে উঠবে তাদের সহযোগী হিসেবে এটুকুই আমার প্রত্যাশা।
"আর্থিক ভাবনা" পর্ব ০৫
জীবন ও জীবিকা - ৬ষ্ঠ শ্রেণি

আরো দেখুন