Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

মিঠা পানির কচ্ছপ

আজ থেকে ২০/২৫ বছর আগে প্রতিদিন দেখতাম কচ্ছপ। কালের পরিক্রমায় বহুবছর পর দেখলাম জেলেদের জালে ধরা পড়ল কচ্ছপ। বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের ঠাকুরগাঁও জেলায় সচরাচর এর দেখা মেলা ভার। ২২সেপ্টেম্বর/২৩ লাহিড়ি হাটে একজন মাছ বিক্রেতার কাছে দেখলাম এই কচ্ছপ দুটি। এই জোড়ার দাম ৩৫০/-। এভাবে এদের ধরে বিক্রি করলে এক সময় আর এদের দেখা যাবে না। আমাদের পরবর্তী প্রজন্ম কচ্ছপ সম্পর্কে শুধু রূপ কথার গল্প শুনবে।

তাই আসুন এদের রক্ষা করি। সচেতন হয়, সচেতন করি। সবাই মিলে সোনার বাংলা গড়ি। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি