Loading..

উদ্ভাবনের গল্প

৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ

কর্মে হবো দক্ষ ভবিষ্যৎ জীবন হবে বেকারমুক্ত

যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। এই প্রবাদের সঙ্গে তাল মিলিয়ে সময়ের সঙ্গে বাংলাদেশও এগিয়েছে বহুদূর। কিন্তু আমাদের দেশে শিক্ষা খাতের বড় প্রতিবন্ধকতা হলো যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটি সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। সে কারণে বেকারত্বের সংখ্যা দিন দিন হুহু করে বেড়েই চলেছে।শিক্ষিত তরুণদের এক-তৃতীয়াংশ যদি বেকার থাকে, তাহলে আমরা ওই শিক্ষাকে কীভাবে মানসম্মত বা যুগোপযোগী বলব?এই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে হলে কারিগরি বা কর্মমুখী শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে।ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষা এমন এক শিক্ষাপদ্ধতি, যেখানে পাস-ফেল বলে কিছু নেই।

একজন চাইলে খুব সহজেই কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের পূর্বের কাজ থেকে বেরিয়ে নতুন কাজ করতে পারে এবং নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারে। সৃষ্টিশীল বিষয় কর্ম সৃষ্টিতে অবদান রাখে। নতুন কিছু সৃষ্টি করে তা অন্যের কাছে বিক্রি করেও লাভবান হওয়া যেতে পারে।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানবসম্পদের উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই। কেবল কারিগরি শিক্ষার সাহায্যে স্বল্প সময়ে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা সম্ভব। তাই সাধারন শিক্ষার পাশাপাশি হাতেকলমে শিক্ষা গ্রহন করে দক্ষ কর্মি হয়ে নিজের কর্ম নিজে করব এবং অণ্যকে সহযোগিতা করব তা হলে আর বেকার থাকতে হবে না। 

আরো দেখুন