Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ অক্টোবর, ২০২৩ ০৮:৩০ পূর্বাহ্ণ

শরৎ আসে মেঘের ভেলায়

পোশাক ও সাজস্বজ্জা

চলো, উপরের কাব্য নাটিকাটি নিয়ে একটা কাজ করা যাক। আমরা নিজেরাই যদি চরিত্রগুলো হয়ে যাই তো কেমন হয়।

  • এবার আমরা কয়েকটি ছোটো ছোটো দলে ভাগ হয়ে যাই। তারপর নাটিকাটি কয়েকবার পড়ি। দেখি তো করাটি চরিত্র আছে?
  •  আমরা নিজেরাই চরিত্রগুলো হয়ে নাটিকাটি চর্চা করব। তবে মনে রাখতে হবে, এটা আমরা করব হাত-পুরুষের মাধ্যমে অথবা হাতে ভক্তিমার মাধ্যমে।
  • এবার আমরা প্রথমেই পায়ের পুরোনো মোজা নিব অথবা একটু বড়ো কাপড়ের টুকরো যে কোনো কাগজ কিংবা খালি হাত দুটোও ব্যবহার করতে পারি। এখন সেই মোজায় কাপড়ে কাগজে অথবা খালি হাতে বিভিন্ন রঙের সুতো/ টুকরো কাগজমতি/ বোতাম গাছের পাতা / না জিনিস ইত্যাদি দিয়ে বিভিন্ন চরিত্র তৈরি করব। এবার সেই চরিত্র অনুযায়ী পরিবর্তন করে কথা বলব, শব্দ করব, ভঙ্গি করব।

আরো দেখুন