Loading..

উদ্ভাবনের গল্প

০৩ অক্টোবর, ২০২৩ ০৮:৩৯ অপরাহ্ণ

”আনন্দময় শিখন পরিবেশ পেলে, শিখবে শিশু প্রাণ খুলে।”

আসসালামু আলাইকুম। ছোট ছোট সোনামণিদের ক্লাসের প্রতি আকৃষ্ট করতে এবং পাঠে মনোযোগ বৃদ্ধি করতে আমার উদ্ভাবনী গল্পঃ 

   ”আনন্দময় শিখন পরিবেশ পেলে, শিখবে শিশু প্রাণ খুলে।”

এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাঃমৌসুমী আক্তার, সহকারী শিক্ষক, মাশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বুড়িচং, কুমিল্লা।

কাজটা যেভাবে করেছিঃ 

প্রথমে ক্লাসে সকল শিশুদের সাথে কুশল বিনিময় করে পাঠের উপযোগী পরিবেশ তৈরি করেছি। শিশুরা আদর ও ভালোবাসার পূজারী।ক্লাসে শিশুদের মনোযোগী রাখা এবং পাঠের প্রতি আকৃষ্ট করার জন্য আমি প্রথমে তাদের বলব যে আজ আমরা একটি মজার খেলা খেলব। এটা বলার পর ক্লাসের প্রতি শিশুদের আরও আগ্রহ বৃদ্ধি পাবে। অপেক্ষা করতে থাকবে আমি কখন শুরু করবো।তারপর শিশুদের কালারিং কাগজের কিছু কার্ড দেব যাতে সংখ্যা ও বানান লেখা থাকবে। প্রত্যেক শিশুকে একটি করে সংখ্যা কার্ড ও বানান কার্ড নিতে বলেছি।তারপর প্রত্যেককে নিজ নিজ জায়গায় বসতে বলেছি। এবার একজন একজন করে পাওয়া সংখ্যা কার্ড ও , বানানের কার্ড দেখে বলতে বলেছি কে কতো সংখ্যা কার্ড ও বানানের কার্ড পেয়েছে। সবাই একে একে বলার পর সবার জন্য হাত তালি দিতে উৎসাহিত করেছি।

কাজটা কেন করেছিঃ 

প্রথম শ্রেণির শিশুরা কোমলমতি। শিশুদের মন সবসময় চায় হেসে- খেলে আনন্দের সাথে থাকতে।আদর ও ভালোবাসা পেলে ক্লাসে মনোযোগী হয় এবং পড়া তাড়াতাড়ি শিখতে পারে।ক্লাসে শিশুদের আনন্দ দিলে পাঠে বেশি মনোযোগ দেয় এবং পড়া শিখতে মজা পায়।এতে করে আমার শিখনফল অর্জন করতে খিব সহজ হয়।আর আনন্দের সাথে পাঠদান কোর ফলে শিশু বিদ্যালয়ের প্রতি এবং ক্রাসের প্রতি ও বেশি আকৃষ্ট হয়। 

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

আমি চাই আমার শিশুরা এভাবে আনন্দ ও মজা করে প্রতিটি পাঠ শিখুক। আমি আমার সব ক্লাস এভাবে শিশুদের আনন্দের মাঝে নিতে পারি এবং শিশুদের সহজেই শেখাতে পারি ইনশাআল্লাহ সেই চেষ্টা করবো । সবাই আমার ও আমার শিশুদের জন্য দোয়া করবেন।

আরো দেখুন