Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ অক্টোবর, ২০২৩ ০৫:৩৯ অপরাহ্ণ

মডেম (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১(২য়)

মডেম কি?

মডেম হলো এমন একটি ডিভাইস যেটি পিসি এবং টেলিফোন লাইনের মধ্যে লাগানো হয়। কম্পিউটারের ডাটা Digital form এ অবস্থান করে এবং টেলিফোন লাইনের ডাটা Analog form এ অবস্থান করে।

মডেম কম্পিউটারের ডিজিটাল সিগনাল কে এনালগ সিগনালে কনভার্ট করে, টেলিফোন লাইনের মধ্য flow করতে সাহায্য করে।

মডেম (Modem) এর পূর্ণরূপ-

মডেম এর ফুল ফর্ম হলো Modulation-Demodulation। এই ডিভাইসটি ডাটাকে Modulation ও Demodulation, এই দুটি কাজ করতে সক্ষম হওয়ার কারণে এটির নাম Modem দেওয়া হয়েছে। যেখানে Modulation এর Mo এবং Demodulation এর dem কথাটি সংযুক্ত করে এর নামকরণ করা হয়।

মডেম কে আবিষ্কার করেন?

1962 সালে, Bell 103 নামক ব্যাক্তি AT&T Corporation এর দ্বারা মডেম তৈরি করেন। এরপর 1996 সালে Dr. Brent Townshend নামক ব্যাক্তি 56K Modem আবিষ্কার করেন। যেটি প্রত্যেক সেকেন্ডে 56K bit স্পিড দিতে সক্ষম হয়েছে।

মডেম কত প্রকার?

মডেম তিন প্রকারের হয়ে থাকে।

  1. External Modem
  2. Internal Modem এবং
  3. Fax Modem

মডেমের কাজ কি?

কম্পিউটারের ডিজিটাল সিগন্যাল কে, এনালগ সিগনালে পরিবর্তন করে, ক্যাবল তারের মধ্য দিয়ে সিগন্যাল বহন করানো এবং এনালগ সিগন্যাল কে ডিজিটাল সিগনালে, কনভার্ট করে কম্পিউটারে প্রবেশ করানো হলো Modem এর কাজ।

আরো দেখুন