Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ অক্টোবর, ২০২৩ ০৫:৪২ অপরাহ্ণ

হাব

হাব

কম্পিউটার নেটওয়ার্কভুক্ত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী ডিভাইসকে হাব বলে। অর্থাৎ, হাব হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসসমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণতভাবে হাব ব্যবহৃত হয়।

হাবের প্রকারভেদ

কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার।

  • সক্রিয় হাব (Active Hub)
  • নিষ্ক্রিয় হাব (Passive Hub)

হাবের সুবিধা

  • দাম কম।
  • বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে।

হাবের অসুবিধা

  • ডাটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে।
  • ডাটা ফিল্টারিং সম্ভব হয় না।
  • নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়।
  • পোর্ট কম থাকে।

আরো দেখুন