Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ অক্টোবর, ২০২৩ ০৫:৫৫ অপরাহ্ণ

হাব ও সুইচের মধ্যে পার্থক্য

হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখ।

  • ১। হাব নেটওয়ার্কের নির্দিষ্ট যন্ত্রে তথ্য পাঠাতে পারে না। কিন্তু সুইচ MAC এড্রেস ব্যবহার করে নেটওয়ার্কের নির্দিষ্ট যন্ত্রে তথ্য পাঠাতে পারে।
  • ২। হাবে ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে; সুইচে ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে না।
  • ৩। হাবে পোর্ট সংখ্যা কম থাকায় অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যায় না। অপরদিকে সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকায় বড় নেটওয়ার্ক তৈরি করা যায়।
  • ৪। হাব এর ডেটা ট্রান্সমিশন মোড হাফ-ডুপ্লেক্স। কিন্তু সুইচ এর ডেটা ট্রান্সমিশন মোড ফুল-ডুপ্লেক্স।
  • ৫। হাবের কনফিগারেশন সহজ; সুইচের কনফিগারেশন একটু জটিল।
  • ৬। হাবের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল; সুইচের নিরাপত্তা ব্যবস্থা ভালো।
  • ৭। হাবের দাম তুলনামূলক কম; সুইচের দাম একটু বেশি।
  • ৮। হাবের কাজের গতি কম; সুইচের কাজের গতি বেশি।
  • ৯। হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে; সুইচ ডেটা লিংক লেয়ারে কাজ করে।
  • ১০। নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে যুক্ত করার জন্য হাব ব্যবহৃত হয়; নেটওয়ার্কের সকল কম্পিউটারকে যুক্ত করতে সুইচ ব্যবহৃত হয়।

আরো দেখুন