Loading..

উদ্ভাবনের গল্প

০৭ অক্টোবর, ২০২৩ ০৫:৫৫ অপরাহ্ণ

❝গণিত আতঙ্ক আর নয়, গণিতের ভয় একদিন হবে জয়❞

শিখনফল অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ । শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার অনেকাংশে নির্ভর করে শিক্ষক কর্তৃক পরিচালিত পদ্ধতি ও কৌশলের উপর। ছাত্রজীবনে গণিত মানেই আতঙ্ক। আমি সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের এই আতঙ্ক থেকে বের করে আনতে। তাই গণিত ভীতি দূর করতে  নতুন নতুন কৌশল ও পদ্ধতি এভাবেই প্রয়োগ করে থাকি। এতে করে তারা অনেক আনন্দের সাথে পাঠটি গ্রহণ করে। 


আমার আজকের উদ্ভাবনী গল্পটি তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সাথে। ভগ্নাংশ পরিচিতির জন্য গণিত অলিম্পিয়াডের একটি কৌশল  'মাই ডেইলি রুটিন' । এই আইডিয়াটি আমি নিজের মতো করে ক্লাসে প্রয়োগ করি। শিক্ষার্থীদের জন্য ডেইলি রুটিনের একটা ছক তৈরি করি ও প্রত্যেকের হাতে দিই। তারা প্রত্যেকে তাদের প্রতিদিনের কাজগুলো সুন্দর করে সময় বিভাজন করে লেখে এবং ভগ্নাংশে রূপ দেয়। তাদের কাজগুলো দেখে আমি অনেক খুশি হই ও তাদের প্রশংসা করি।


ফিডব্যাকঃ এই পদ্ধতিটি প্রয়োগের ফলে দূর্বল ও অমনোযোগী শিক্ষার্থীরাও সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে আগ্রহের সাথে কাজটি করে । এর ফলে তাদের শিখনফল দীর্ঘস্থায়ী হবে বলে আমার বিশ্বাস।

আরো দেখুন