Loading..

উদ্ভাবনের গল্প

০৮ অক্টোবর, ২০২৩ ০৯:২৬ অপরাহ্ণ

আমার উদ্ভাবনের গল্প মিনি দেয়ালিকা

আসসালামু আলাইকুম । সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার উদ্ভাবনের গল্প শুরু করছি । বাংলা বিষয়ে পাঠদান করতে গিয়ে দেখলাম বিখ্যাত ব্যাক্তিদের চেনার প্রবণতা কম । তখন শিক্ষার্থীদের এ বিষয়ে আলোচনা করে লিখে দেখাতে বলি । তারা প্রায় দুই সপ্তাহ চেষ্টা করে মিনি দেয়ালিকার রুপ প্রকাশ করে । অতঃপর পঞ্চম শ্রেণির তিন শাখা মিলে প্রদর্শনীর ব্যবস্থা করলাম । বিজয়ীদের পুরষ্কৃত করা হয় । এতে সময়, শ্রম এবং খরচ খুব সামান্য লাগে কিন্তু শিখন অর্জন স্থায়ী হয় । সহযোগী মনোভাব বৃদ্ধি পেয়েছে । শুধুমাত্র এক বিষয়ে আবদ্ধ না রেখে ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বিভিন্ন টপিকস নিয়েও তাদের কাজ করতে দিয়ে সফলতা পাই । তাদের করা কাজগুলো যখন শ্রেণিতে সজ্জিতকরণে ব্যবহৃত হয় তাদের আনন্দ এবং কর্মস্পৃহা বহুগুণে বেড়ে যায় । আমার করা কাজটি আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন । 

আরো দেখুন