Loading..

উদ্ভাবনের গল্প

১১ অক্টোবর, ২০২৩ ০৮:৩৬ অপরাহ্ণ

মেট্রোরেলে চড়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে এক অনন্য শিক্ষা সফর

৫ম শ্রেণির শিক্ষার্থীদের বায়না তারা ঘুরতে যাবে । মেট্রোরেল চালু হলেও চড়ার সৌভাগ্য হয়নি । অতঃপর সাহস করে প্রধান শিক্ষককে বলেই ফেললাম শিক্ষা সফরের কথা । তিনি শুনেই রাজী হয়ে গেলেন । শিক্ষার্থীদের সাথে এক সপ্তাহ আগে থেকেই প্ল্যান চললো কিভাবে যাবে , কোথায় যাবে? সবার মতামতের ভিত্তিতে ঠিক হলো মেট্রোতে চড়ে আগারগাঁও নেমে সেখান থেকে মুক্তিযুদ্ধ যাদুঘর । কথামতোই সব পূরণ হলো। একটা দিন বইয়ের বাইরের জগতে থেকে মনটা উৎফুল্ল হয়ে গেল । পাঠের সাথে সম্পৃক্ততার সম্বন্ধ ঘটাতে পেরে ভালোই লাগলো। ইংরেজি এবং বিশ্ব-পরিচয় দুই বিষয়েই আছে মুক্তিযুদ্ধ যাদুঘরের কথা । বাস্তবে দেখতে পেয়ে শিক্ষার্থীরা মহাখুশী। 

আরো দেখুন