Loading..

উদ্ভাবনের গল্প

১৩ অক্টোবর, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ

সহযোগী মনোভাব সৃষ্টি করা

 আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সানজিদা ইসলাম ,চোখের সমস্যার কারনে বিদ্যালয়ে নিয়মিত আসত না।আমি তার বাড়িতে তার মায়ের সাথে দেখা করি।তার মা আমাকে জানাই চোখে সমস্যার জন্য পড়াশুনা ঠিকমত করতে পারছে না তাই বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে।আমি ডাক্তারের সাথে আলাপ করেছিলাম ।ডাক্তার আমাকে তার সম্পর্কে বলেছিলেন, চিকিৎসার মাধ্যমে চোখে আবার ভালো করে দেখতে পারবে। আমি আমার সহকর্মীদের তাকে পড়াশুনার ব্যাপারে সর্বোচ্চ সহযোগীতার কথা বলেছিলাম।তার সহপাঠিদের জিঞ্জাসা করেছিলাম তোমাদের মধ্যে কারো সমস্যা হলে তোমরা কি করবে ?তারা আমাকে উওর দিয়েছিল সবাই তাকে সহযোগীতা করবে।আমি মেয়েটির সকল সমস্যা জানাই এবং তারা প্রতিদিন তাকে সামনের বেঞ্চে বসতে দিত ।এখন সকলের সহযোগীতায় মেয়েটি নিয়মিত বিদ্যালয়ে আসেও মনোযোগ দিয়ে লেখাপড়া করছে ।সে আমাকেও অনেক ভালোবাসে ।

আরো দেখুন