Loading..

উদ্ভাবনের গল্প

১৪ অক্টোবর, ২০২৩ ০৭:০৯ অপরাহ্ণ

শিক্ষায় আইসিটির ব্যবহার

বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষায় শতভাগ আইসিটির ব্যবহার দরকার । এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডিজিটাল কন্টেন্ট তৈরী , নেটে সার্চ করে তথ্য খোজা , ১০ মিনিট স্কুল , কিশোর বাতায়ন সহ অন্যান্য শিক্ষা মূলক ওয়েবসাইট দেখা , নিজের ইমেইল নিজে খোলা এবং অবসর সময়ে জুম লিংকের মাধ্যমে শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে অংশগ্রহন করতে উৎসাহিত করি। শিক্ষার্থীদেরকে কিশোর বাতায়ন সম্পর্কে বলি এবং কিশোর বাতায়ন থেকে তারা কী কী সুবিধা পাবে সে সম্পর্কে ধারণা দিই । প্রজেক্টর চালু করে কয়েকজন শিক্ষার্থীকে কিশোর বাতায়নে নিবন্ধন করে দেয় এবং বাকী শিক্ষার্থীদেরকে দেখতে বলি যে কীভাবে নিবন্ধন করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং পরবর্তীতে নিজের নিবন্ধন নিজে নিজে করে ফেল। ৬ষ্ঠ শ্রেণীর ৬০% শিক্ষার্থী কিশোর বাতায়নে নিজের নিবন্ধন নিজে করেছে এবং কিশোর বাতায়নের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তারা কিশোর বাতায়ন থেকে নিজেদের ক্লাসের ভিডিও দেখছে ,বই ডাউনলোড,এবং জীবন দক্ষতা ভিত্তিক ভিডিও গুলো দেখছে । শিক্ষার্থীরা তাদের আঁকা ছবি, লেখা কিশোর বাতায়নে  আপলোড করছে এতে তাদের সৃজনশীলতা বৃদ্ধিসহ ভার্চুয়াল পরিচিতিতে কোনো কোনো তথ্য অন্যকে জানানো যায় আর কোনো কোনো তথ্য জানানো যাবে না সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে। 

আরো দেখুন