Loading..

উদ্ভাবনের গল্প

১৬ অক্টোবর, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ

উদ্ভাবনী গল্পের নাম " প্রজেক্ট সাজাই, জ্ঞান বাড়াই। "

প্রারম্ভিক কথাঃ 

স্বাগত জানাচ্ছি আমার উদ্ভাবনী গল্পে। আমার গল্পের নাম " প্রজেক্ট সাজাই, জ্ঞান বাড়াই। "


উদ্দেশ্যঃ পরিমার্জিত শিক্ষা  কারিকুলাম ২০২১ এর অভিলক্ষে বলা হয়েছে -

#শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর বিকাশ ও উত্কর্ষের সামাজিক কেন্দ্র;


#প্রাতিষ্ঠানিক পরিবেশের বাইরেও বহুমাত্রিক শিখনের সুযোগ ও স্বীকৃতি;

#সংবেদনশীল, জবাবদিহিমূলক একীভূত ও অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থা;

#শিক্ষাব্যবস্থার সকল পর্যায়ে দায়িত্বশীল, স্ব-প্রণোদিত, দক্ষ ও পেশাদার জনশক্তি।


তাই  শ্রেনিকক্ষে বিজ্ঞান পাঠকে অংশগ্রহণ মুলক,সৃজনশীল,  ভীতিহীন,সহজে বোধগম্য  ও আকর্ষনীয় করতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। "


 অনুসন্ধান ভিত্তিক শিখন  পদ্ধতিতে  প্রাথমিক বিজ্ঞান পাঠদান করা হয়।প্রজেক্ট ভিত্তিক হাতে কলমে কাজের মাধ্যমে তা সম্ভব বলে আমি মনে করি।


👉কীভাবে কাজ করেছিঃ 

আমি আমার বিদ্যালয়ের  ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী নিয়ে  তাদের বিজ্ঞান বিষয়ক জটিল/ দুর্বোধ্য  সমস্যাগুলোর নাম চুরকুটে  লিখে( নিজের পরিচয় গোপন রেখে)নির্ধারিত  বক্সে ফেলতে বলি।তারপর বাক্স থেকে সমস্যা লেখা সবচেয়ে বেশি সংখ্যক চিরকুট বিবেচনা করে আলোচনা সাপেক্ষে প্রজেক্ট তৈরির সিদ্ধান্ত নিই।

৫ম শ্রেণির সকল শিক্ষার্থীদের তিনটা দলে ভাগ করে তিনটা প্রজেক্ট ভিত্তিক কাজ দিই।আমি প্রয়োজনে ওদের নির্দেশনা দিয়েছি।

ওরা স্থানীয় ভাবে উপকরণ সংগ্রহ করে কাজটি সম্পন্ন করে।গ্রীনহাউজ প্রতিক্রিয়া, নবায়ন যোগ্য শক্তির ব্যবহার ও বৈষ্ণিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে ওরা তিনটি কাজ শেষ করে। 

কাজটি করে অবসরে বা ছুটির দিনে।

এরপর প্রদর্শনীর আয়োজন করি।পরিদর্শন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি,প্রধান শিক্ষক ও সহকর্মীবৃন্দ সকলে। কাজে মুল্যায়ন হিসেবে তিনটি কাজকে ১ম, ২য়,৩য় স্থান ঘোষণা করা হয় এবং পুরস্কার ও প্রদান করা হয়।সবাই আরও অনুপ্রাণিত হয়। 

ওদের দেখে অন্য  ক্লাসের শিক্ষার্থীদের বিজ্ঞান কাজের জন্য আগ্রহ সৃষ্টি হয় এবং ক্লাসের পড়া লেখা পাশাপাশি এ ধরনের কাজে ওরা আগ্রহী হয়।


কাজের সুবিধা সমূহঃ

১। নিয়মিত উপস্থিতি বৃদ্ধি পায়। 

৩। বিজ্ঞান বিষয়ে ভয় দূর করে আনন্দে পাঠ গ্রহণ করে। 

৪। হাতে কলমে কাজের মাধ্যমে শিখন ফল স্থায়ী হয়।

৫। শিখনফল সহজে  অর্জিত হয়।

৬।বিজ্ঞানের দুর্বোধ্য বিষয় নিজেরাই সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে।


অসুবিধাঃ 

তেমন কোন উল্লেখযোগ্য অসুবিধা নেই।তবে উপকরণ ব্যবহারের সময় সতর্ক ও দক্ষ হতে হবে।

শিশুদের জন্য শুভকামনা সবসময়ই। 

আগামী গল্পে সবাইকে স্বাগত জানিয়ে  আজ এ পর্যনই।

ধন্যবাদ সবাইকে।

আরো দেখুন