Loading..

উদ্ভাবনের গল্প

১৭ অক্টোবর, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

বই পড়া উৎসব

বই জ্ঞানের ভান্ডার, বই মনকে প্রসারিত করে। বই একমাত্র বন্ধু যা কোন ক্ষতি করেনা। বর্তমান ডিজিটাল যুগে শিশুরা ডিভাইসের উপর বেশি নির্ভরশীল হয়ে যাওয়ায় বই থেকে দূরে সরে গেছে। অথচ বই ছাড়া জ্ঞান, মনন ও চেতনা জাগ্রত করা দুরূহ ব্যাপার। 

তাই আমি আমার বিদ্যালয়ে বই পড়া উৎসব চালু করেছি। শ্রেণিভিত্তিক একেকেক দিন একেক ক্লাসের বই পড়া উৎসব পালন করা হবে। 

সেদিন ছিল ৫ম শ্রেণির বই পড়া উৎসব। আমি আগের দিন শিক্ষার্থীদেরকে জানিয়ে দেই। তাদের অভিভাবকদেরকেও আমন্ত্রন জানানো হয়।শিক্ষার্থীরা তাদের ক্লাসরুম সাজায় স্বতঃস্ফুর্তভাবে। এরপর তাদেরকে ছোট ছোট গ্রুপে বই পড়তে দেয়া হয়। অভিভাবকরাও ঘুরে ঘুরে দেখেন এবং খুশি হয়ে তাদের সন্তানদেরকে পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বই সংগ্রহ করে দিবার ইচ্ছা ব্যক্ত করেন। 

 শিক্ষার্থীরা পড়া শেষে তাদের অনুভূতি প্রকাশ করে। তারা আজকের গল্প থেকে কী শিখল তা জানায়।

বই পড়া উৎসব থেকে যে ফলাফল আমি পাব বলে আশা করি-

 * শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বই পড়ায় আগ্রহী হবে।

* তারা সাবলীল পাঠকে পরিণত হবে।

* তাদের শব্দভান্ডার বৃদ্ধি হবে।

* ভাষাজ্ঞান প্রসারিত হবে। 

* আনন্দমুখর পরিবেশ পেয়ে বিদ্যালয়ের প্রতি আন্তরিক হবে। 

আরো দেখুন