Loading..

উদ্ভাবনের গল্প

১৮ অক্টোবর, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ

খেলতে খেলতে শিখি।

প্রতিটি ক্লাসে পারক ও অপারক শিক্ষার্থী থাকে। সবসময় দেখা যায় যারা পারে তারা নিত্যদিনেই পারে কিন্তু যারা পারে না তারা দিন দিন পিছিয়ে পরে। তাই আমি লক্ষ করেছি যে যদি একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের পড়ানো যায়, যদি সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে শিখন শেখানো যায় তাহলে তাদের জন্য সেটা অনেক ফলপ্রসূ হবে। তাই আমি ছোট ছোট প্রশংগুলোকে কুইজ আকারে খেলার মাধ্যমে অপেক্ষাকৃত দূর্বল শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি এবং তার আশানুরূপ ফল পাই। আশা করছি এটা শিক্ষার্থীদের রিকোভার, ঝরে পড়া বন্ধ করতে অনেক কার্যকর হবে। 

আরো দেখুন