Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ অক্টোবর, ২০২৩ ০৬:৩৮ অপরাহ্ণ

বাংলা ভাষার জন্ম কথা

'বাংলা ভাষার জন্মকথা' -গ্রন্থে হুমায়ুন আজাদ বাংলা ভাষার জন্ম বা উৎপত্তির কথা তুলে ধরেছেন।ভাষা মানুষের মতো জন্ম নেয় না । এখন আমরা যে ভাষা বলি এক হাজার বছর আগে ্তা ঠিক এমন ছিলো না।এক হাজার বছর পরেও এমন থাকবে না।ভাষার ধর্মই বদলে যাওয়া।মানুষের মুখে মুখে বদলে যায় ভাষাআর ধ্বনি।রুপ বদলে যায় শব্দের,বদল ঘটে অর্থের।অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠছে।আর এভাবে বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি