Loading..

উদ্ভাবনের গল্প

২৩ অক্টোবর, ২০২৩ ০৭:৩৭ অপরাহ্ণ

প্রাথমিক স্তর থেকে শিখব আইসিটি, গড়ে উঠব আগামীর স্মার্ট শিক্ষার্থী

"প্রাথমিক স্তর থেকে শিখব আইসিটি

গড়ে উঠব আগামীর স্মার্ট শিক্ষার্থী।"


প্রাথমিক বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মাল্টিমিডিয়া পাঠদান খুবই গুরুত্বপূর্ণ। একটি বিমূর্ত বিষয়কে শিক্ষার্থীদের নিকট মূর্ত করে তুলতে শ্রবণ ও দর্শনযোগ্য বিষয় তাদের সামনে উপস্থাপন করতে পারলে সে বিষয়টি তাদের নিকট অনেকটাই গ্রহণযোগ্য ও স্হায়ী হয়। বর্তমান ডিজিটাল যুগে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের যখন ছবি ও ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে তাদের সামনে পাঠ উপস্থাপন করা হয় তখন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা পাঠে বেশ স্বত:স্ফুর্ত ও মনোযোগী হয়ে ওঠে। মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে শ্রেণি পাঠ প্রদর্শনের পাশাপাশি ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে-কলমে আইসিটি জ্ঞানের চর্চা ও মাল্টিমিডিয়া ডিভাইস সম্পর্কে জেনে এর ব্যবহার সম্পর্কে ধারণা জাগ্রত হয়। তারা ল্যাপটপ, মাউস, কীবোর্ড, প্রজেক্টের, সাউন্ডসিস্টেম সম্পর্কে জানতে ও বলতে পারে। হাতে কলমে একদিন মাল্টিমিডিয়া ক্লাস করার পর পরবর্তী দিনগুলোতে এসকল শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণি পাঠের পাশাপাশি মাল্টিমিডিয়া ডিভাইসে অনুশীলনের ফলে নিজেরাই ল্যাপটপ অন / অফ করতে পারে। তারা বাংলা ও ইংরেজিতে টাইপ করাসহ ফন্ট ছোটো বড়ো করা এবং লেখার কালার পরিবর্তন করতে পারছে। তাদের মধ্যে নিজে ল্যাপটপে কাজ করার উদ্দীপনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির সাথে নিজেদের পরিচিতির ফলে আগামীর স্মার্ট শিক্ষার্থী হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। ৪র্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের আমাদের জীবনে প্রযুক্তি এবং দ্বাদশ অধ্যায়ের আমাদের জীবনে তথ্যঃ

এর সংগ্রহ, সংরক্ষণ এবং ব্লক, কোডিং সহ, স্ক্র্যাচ কোডিং এর সাথে পরিচিতিসহ হাতে কলমে তার ব্যবহারের প্রতি তারা বেশ আগ্রহী হয়ে উঠেছে। তারা সকলেই নিজে আইসিটি ডিভাইস বিশেষ করে ল্যাপটপ, স্মার্ট ফোনে কাজ করার প্রতি বেশ আগ্রহী ও কিছুটা দক্ষ হয়ে উঠছে।

হাতে কলমে মাল্টিমিডিয়া ক্লাস করার সুবিধাসমূহ :

* শিক্ষার্থীদের পাঠ জড়তা দূর করার পাশাপাশি নতুন পাঠে আগ্রহ সৃষ্টি হয়।

 * শিক্ষার্থীরা আত্মপ্রত্যয়ী ও সাবলম্বী হয়ে ওঠে।

 * তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা লাভ করাসহ হাতে-কলমে কাজ করে ধারণা স্হায়ী হয়।

 * পাঠে বিশেষ মনোযোগী হয় ও আনন্দ লাভ করে।

* পাঠ গ্রহণ অধিক বোধগম্য, চিত্তাকর্ষক ও আকর্ষণীয় হয়ে ওঠে।

*প্রাথমিক স্তরে আইসিটির জ্ঞান লাভ তাদেরকে আগামীদিনে পরবর্তী স্তরে বিশেষ সহায়ক হিসেবে ভুমিকা রাখতে পারে।

* প্রাথমিক স্তরে ল্যাপটপ, স্মার্ট ফোনে কাজ করার ফলে স্মার্ট শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের আত্মপ্রকাশ ঘটে।স্তর থেকে শিখব আইসিটি, গড়ে উঠব আগামীর স্মার্ট শিক্ষার্থী

আরো দেখুন