Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ অক্টোবর, ২০২৩ ০১:৫২ পূর্বাহ্ণ

এক গুটি দুই খেলোয়ার

এক গুটি দুই খেলোয়ার আইডিয়ার মাধ্যমে শিক্ষার্থী এক সাথে যোগ বিয়োগ করা শিখবে।দুইজন শিক্ষার্থী নিয়ে খেলাটি খেলতে হয়।১-১৫ পর্যন্ত অথবা শিক্ষার্থী নিজের মতো একটা  লুডু তৈরি করবে।মাঝের ঘরে গুটি রেখে দুইজন শিক্ষার্থী খেলা শুরু করবে।১-১৫ লুডু হলে ৮ নম্বর ঘর থেকে খেলা শুরু করবেন। টর্চ করে দুইজন শিক্ষার্থীর মধ্যে কে যোগ বা কে বিয়োগ তা ঠিক করে দিতে হবে।দুইজন শিক্ষার্থ অনেক বার যোগ বিয়োগ করার কারণে তাদের শিখনফর স্থায়ী হবে।

আরো দেখুন