Loading..

উদ্ভাবনের গল্প

৩০ অক্টোবর, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

সাহিত্য চর্চায় সৃজনী শিক্ষক, গড়ে উঠুক স্বাধীন পাঠক

উদ্ভাবনী গল্প হিসেবে উপস্থাপন করছি

মোঃ কামরুল হাছান
“সাহিত্য চর্চায় সৃজনী শিক্ষক, গড়ে উঠুক স্বাধীন পাঠক”
অনলাইন প্লাটফর্মে শিক্ষকদের প্রিয় একটি অঙ্গন শিক্ষক বাতায়ন। শিক্ষকদের জানা-অজানা বিষয় যেমন আলোচিত হয় তেমনি এখানে শিক্ষণ শিখনের মুক্ত জানালা। অবারিত যার দ্বার সব সময়। এ্যাম্বাসেডর শিক্ষকদের পাশাপাশি সাধারণ শিক্ষক নুন্যতম আইসিটি জ্ঞান সম্পন্ন শিক্ষকদের আত্ন উন্নয়নের জন্য পাশে এই  স্বপ্ন বাতায়ন। যার সান্নিধ্য স্বপ্ন দেখায় নিজেকে প্রকাশের। তথ্যই যখন শক্তি প্রযুক্তিই যেখানে সমৃদ্ধি সকলকে ভাবতে হয়েছে নতুন করে দক্ষতা উন্নয়নে। পাশাপাশি রয়েছে প্রকাশনা ও সাহিত্য চর্চার সুযোগ। এই বিশাল শিক্ষক সমাবেশে মনে হলো শিক্ষকদের নিয়ে সাহিত্য চর্চার এই উদ্যোগ হতে পারে দেশের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ভিন্ন কিছু করার। প্রথমে পরিকল্পনা হয় বিচ্ছিন্ন ভাবে কয়েক জন স্যারের সাথে বাতায়ন থেকে নাম্বার নিয়ে মুঠোফোনে কথা বলার মাধ্যমে। আলোকিত শিক্ষক মিলন মেলায় অজয় গোমস্তা স্যার, কামরুল ইসলাম শিমুল স্যার, বিজন ব্যাপারী স্যারের সাথে সাক্ষাতে কথা।
আগ্রহ উদ্দীপনা আরো গতিময়তা পেল। এর পরে সমমনা শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ম্যাসেঞ্জারে গ্রুপ। আলোচনা, পরিকল্পনা ও বাস্তবায়নে
দেশের সকল বিভাগের অংশগ্রহণে প্রথম সফল প্রকাশনা
"শব্দচাষীর কাব্যকথা" এরই  ধারাবাহিকতায়
স্বাধীনতার শতবর্ষপূর্তিতে
"সুবর্ণ বিজয় কাব্য"
একুশের ভাষা শহিদের শ্রদ্ধা স্মরণে 
"রঞ্জিত কথামালা"
শিশুতোষ ছড়া কবিতার আয়োজন
"কাব্যকথায় শিশু"
মুক্তি যুদ্ধের চেতনায় প্রকাশনা " বাহান্না থেকে বিজয়"

এ পর্যন্ত ৫ টি প্রকাশনা সমাপ্ত হয়েছে।  আরো বৃহৎ পরিসরে বাংলা সাহিত্য চর্চায়; পরিকল্পনায় রয়েছে এ ধারা অব্যাহত রাখার।
এছাড়াও প্রকাশিত বইগুলো হতে পারে শিশুদের সম্পূরক পঠন উপকরণ এবং তা মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্যও হতে পারে সমান কার্যকরী।
স্বাধীন পাঠক তৈরি ও সৃষ্টিশীলতার সৃজনী ভাবনা জাগরণে এ প্রকাশনা হতে পারে অনন্য দৃষ্টান্ত। পরিসর ও ধারা পরিবর্তন করে এ ধরণের
প্রকাশনা হতে পারে অনুকরণীয় দেশের সকল শিক্ষাস্তরের জন্য।
লেখক শিক্ষক ও কর্মকর্তাদের উপদেষ্টা পর্ষদ ও সম্পাদনা পর্ষদ নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বইয়ের প্রকাশনা।
পরিকল্পনায় রয়েছে শিক্ষায় গবেষোণা কর্মে ও বাস্তবায়নে শিক্ষকদের উৎসাহ সৃষ্টিতে আরো আরো সাহিত্য চর্চার।

প্রধান সম্পাদক ও উদ্যোক্তা হিসেবে কাজ করেছি রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে...
মোঃ কামরুল হাছান
ICT4E District Ambassador
রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০১৮৪৩৫৮৮৯১৫
01843588915


আরো দেখুন