Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ অক্টোবর, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

থামা ঘড়ি বা স্টপ ওয়াচ।

থামা ঘড়ি  বা স্টপ ওয়াচ --- সময় মাপার জন্য স্টপ ওয়াচ ব্যবহার করা হর। একসময় নিখুঁত স্টপ ওয়াচ অনেক মূল্যবান সামগ্রী হলেও , ইলেকট্রনিকসের অগ্রগতির কারণে খুব অল্প দামের মোবাইল টেলিফোনেও আজকাল অনেক সূক্ষ্ণ স্টপ ওয়াচ পাওয়া যায়। স্টপ ওয়াচে যেকোনো একটি মুহূর্ত থেকে সময় মাপা শুরু করা হয় এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর সময় মাপা বন্ধ করে কতখানি সময় অতিক্রান্ত হয়েছে সেটি বের করে ফেলা যায়। মজার ব্যাপার হচ্ছে , স্টপ ওয়াচ যত নিখুঁতভাবে সময় মাপতে পারে আমরা হাত দিয়ে কখনোও তত নিখুঁতভাবে এটা শুরু করতে বা থামাতে পারি না।

আরো দেখুন