Loading..

নেতৃত্বের গল্প

০১ নভেম্বর, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

মিড-ডে মিল



মিড-ডে মিল

মিড-ডে মিল একটি জনকল্যাণমুখী প্রকল্প। প্রকল্পটির সঙ্গে বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে যুক্ত। দেশের মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে। দারিদ্র্যের কারণেই এদেশের মানুষের কাছে বিদ্যালয় শিক্ষা বিলাসিতা মাত্র। কিন্তু নিরক্ষরতামুক্ত সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে প্রয়োজন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নতুন প্রজন্মকে বিদ্যালয়মুখী করে তোলা এবং ঝরে পড়ার হার কমানো কিংবা ঝরে পড়ার হার শূন্যে নিয়ে আসা l ভাবনা থেকেই মিড-ডে মিলের পরিকল্পনা গ্রহণ করেছ সরকার l প্রকল্পটিকে চালু করতে গেলে সরকারি অনুদান প্রয়োজন। কারণ বহু স্কুলেই মিড-ডে মিল চালু করার মত অর্থনৈতিক উপযুক্ত বন্দোবস্ত নেই।

বিগত ১০ আগস্ট, ২০২৩ আমার বিদ্যালয়ে স্কুলের সকল শিক্ষক, এসএমসি ও এলাকাবাসির সহয়োগিতায় আমি মিড-ডে মিল চালু করি। এতে আমাকে অর্থনৈতিক সমস্যা সমাধানে যথেষ্ঠ বেগ পেতে হয়েছে। সরকার বা কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া এটা চালু রাখা কতটুকু সম্ভব তা ভবিষ্যতই বলে দিবে। 

আরো দেখুন