Loading..

০৩ নভেম্বর, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

শতভাগ উপস্থিতির পুরষ্কার প্রদান।

গতকাল ০২/১১/২০২৩ খ্রিঃ রোজ বৃহস্পতিবার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অক্টোবর মাসের শতভাগ উপস্থিতির পুরষ্কার প্রদান করা হয়চারজন শিক্ষার্থী অক্টোবর মাসে শতভাগ উপস্থিত হয়ে এ কৃতিত্ব অর্জন করেতারা হলো, ইয়াবুননেছা ঝুমি, রোল -১ ২ নাছুহা আক্তার, রোল২ ৩ হাফিজা আক্তার, রোল৩ ৪ রেনি আক্তার,  রোল প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষক জনাব দেবাশীষ তালুকদার শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান শিক্ষক মনে করেন এই পুরষ্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে  প্রতিযোগিতা তৈরি হবেএর ফলে শিক্ষার্থীরা শতভাগ উপস্থিত হতে আন্তরিক হবে এবং গুণগত শিক্ষা বাস্তবায়ন হবে।

মন্তব্য করুন