Loading..

উদ্ভাবনের গল্প

০৪ নভেম্বর, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক জীবন দক্ষতায় হবে সঠিক

“স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক

জীবন দক্ষতায় হবে সঠিক”

মো. কামরুল হাছান

একজন শিশু নৌকায় চড়ছে সে কী কী সতর্কতা অবলম্বন করবে, একজন শিশু নদীতে গোসল করতে গেলে কী কী মানতে হবে। একজন শিশু ব্যাস্ততম সড়ক পাড় হচ্ছে করণীয় অবশ্যই জানা জরুরী। প্রত্যেকটি শিশুর জীবন দক্ষতার মূল বিষয়গুলোর এমন উপস্থাপন চাই যেন শিশু সারা জীবনের জন্য সচেতন হয়। যেমন সাঁতার না জানলে তা শেখার জন্য তীব্র ইচ্ছা পোষণ করবে। অন্যকে সাহায্য করার কৌশল, বিশেষ কোন মূহুর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ তার করণীয় কী হতে পারে এমন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। বাংলাদেশের শিক্ষাক্রমে জীবনদক্ষতার অনেক বিষয় বস্তু আছে এ সব বিয়বস্তু নিয়ে আমার উদ্ভাবন বাংলাদেশের শিক্ষাক্রমে জীবনদক্ষতার নান্দনিক উপস্থাপন করা, যার দরুণ শিক্ষার্থীদের এ শিক্ষন হবে স্থায়ী ও বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারবে। এত যেমন সুরক্ষিত থাকা যায় তেমনি বাড়ে জীবনের নিরাপত্তা। করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকা কালীন সময়ে আমাদের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তার ছোট ভাইকে নিয়ে নানুবাড়ি বেড়াতে যাচ্ছিলো বোন নৌকা বাইছে ভাইও দাঁড় টানছে। হঠাৎ বাতাসের কারণে নদীতে তুফান, ছোট ভাই ঢেউয়ের ধাক্কায় পানিতে পড়ে গেলো। বোন ছুটে এসে ভাইকে বাঁচাতে নদীতে ঝাপ দিলো। বোন সাঁতার জানলেও ভাই সাঁতার জানেনা। ভাইকে ঠিক ধরতে পেরেছে কিন্তু ঢেউ আর বাতাস নৌকা দূরে সরে যাওয়াতে দুজনেই পানিতে ডুবে গেলো। অথচ শিশুটি যদি নৌকার দড়ি হাতে নিয়ে লাফ দিতো কিংবা নৌকার মধ্যে থেকেই ভাইকে ধরতো দুজনেই বাঁচতে পারতো। পক্ষান্তরে শোকের বিষাদ পরিবেশ তৈরি হয়েছিলো একই পরিবারের দুটি সন্তান হারিয়ে। বাস্তব ভিডিও চিত্র ও প্রেজেন্টেশনের মাধ্যমে বাস্তব জীবনের মিল খুঁজে উপস্থাপন করে প্রতিটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও ও প্রেজেন্টেশন এ ধরণের নান্দনিক উপস্থাপনের শিশুদের জীবনদক্ষতা অর্জন করানো সম্ভব। এ জন্য ১৫-২০ মিনিট সময় যথেষ্ট। শ্রেণি, বয়স, মেধা ও রুচি অনুযায়ী প্রসঙ্গীক বিষয়ের আলোকে এ ধরণের ছোট ছোট প্রেজেন্টশন হতে পারে জীবনদক্ষতা শেখার অনন্য নজির। নদী, গ্রাম, শহর নগরের দেশ বাংলাদেশ এমনটা ভাবার কোন উপায় নেই যে আমি গ্রামে যাবোনা আবার জীবনের প্রয়োজনে মহাসড়কও পাড় হতে হবে এটাই স্বাভাবিক। আমাদের মনে রাখতে হবে জীবনের জন্যই জীবনদক্ষতা।  


আরো যে বিষয়াবলি আলোচনা করা যেতে পারে-

বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার

বৈদ্যুৎ অপচয় রোধ

গাড়িতে যাতায়াতে সতর্কতা

ভূমিকম্পে করণীয়

জলোচ্ছাসে করণীয়

ঘুর্ণিঝড়ে সতর্কতা ও পরবর্তীতে পদক্ষেপ

খাবারের লক্ষণীয় দিকগুলো

বিদ্যালয়ে আসা যাওয়া

শ্রেণিকক্ষে অবস্থান

ছোট ছোট ভিডিও ও প্রেজেন্টেশনের মাধ্যমে এ সমস্ত বিষয় আলোচনা করা যেতে পারে যার ফলশ্রুতিতে স্মার্ট বাংলাদের জন্য যোগ্য নাগরিক আমরা তৈরি করতে পারবো যারা জীবন দক্ষতায় হবে সঠিক।

Md. Kamrul Hasan

ICT4E District Ambassador

Barkal, Rangamati Hill District

e-mail: [email protected]







আরো দেখুন