Loading..

উদ্ভাবনের গল্প

০৬ নভেম্বর, ২০২৩ ০৫:২৩ অপরাহ্ণ

কারিকুলাম নিয়ে জারি গান

"কারিকুলাম নিয়ে জারি গান"

লেখক কমলকান্ত রায় তালুকদার


শুন শুন দেশবাসী-

সাবাশ! দেশের শিক্ষকগণ

তাঁরা চারটি ধাপে কারিকুলামে

চালাচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিখন।।


প্রেক্ষাপট নির্ভর শিখন রবে

শিক্ষার্থীরা যোগ্যতা লাভে

অভিজ্ঞতার মাধ্যমে হবে

প্রতিফলনমূলক পর্যবেক্ষণ।।


পর পরই হবে তাতে

বিমূর্তধারণায়ন

তারপরে হবে তাতে

সক্রিয় পরীক্ষণ।।


ভাইবে কমলকান্ত বলে

শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাস হবে

শিক্ষক-শিক্ষার্থীকে সহায়তা করে

বাস্তব অভিজ্ঞতার করবে সৃজন।।


সাতটি যোগ্যতা লাভে

শিক্ষার্থীরা আনন্দের সাথে

একক,জোড়ায়,দলীয় কাজে

সদা করবে/করছে অংশগ্রহন।।


কখনও ক্লাসে,কখনও বাইরে

কখনও সমাজে,কখনও পরিবারে

সর্বত্র করছে তারা

জ্ঞানের অন্বেষণ।।


জননেত্রী শেখ হাসিনা

জানাই তোমায় নিবেদন

তোমার কুশলী হাতের ছুঁয়ায়

করো সকল শিক্ষাব্যবস্থার জাতীয়করণ।।



আরো দেখুন