Loading..

১০ নভেম্বর, ২০২৩ ০৫:২৫ অপরাহ্ণ

ধামাইল গানের জনক বৈষ্ণব কবি শ্রদ্ধেয় রাধারমণ দওের ১০৮তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।

রাধারমণ দত্ত একজন সাহিত্যিক, সাধক কবি, বৈষ্ণব বাউল, ধামালি নৃত্যের প্রবর্তক। সঙ্গীতানুরাগীদের কাছে তিনি রাধারমণ বলেই সমধিক পরিচিত। তিনি ১৮৩৩ সালে সিলেটের জগন্নাথপুরে জন্মগ্রহণ করেন। বাংলা লোকসঙ্গীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙালিদের কাছে পরম আদরের ধন। রাধা রমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কৃষ্ণ বিরহের আকুতি আর না-পাওয়ার বেদনা কিংবা সব পেয়েও না-পাওয়ার কষ্ট তাকে সাধকে পরিণত করেছে। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, ভজন, ধামাইলসহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন। কারে দেখাবো মনের দুঃখ, ভ্রমর কইয়ো গিয়া, প্রাণ সখিরে ওই শোন-সহ বহু জনপ্রিয় গানের এই স্রষ্টা ১৯১৫ সালে সিলেটে মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন