Loading..

উদ্ভাবনের গল্প

১২ নভেম্বর, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ

হাসবো, খেলবো , গাইবো, মোরা মন দিয়ে সব পড়বো ।
       আসসালামুয়ালাইকুম । আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু , প্রধান শিক্ষক , বেগুনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় , গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত । আমার উদ্ভাবনী গল্পের শিরোনাম - হাসবো, খেলবো, গাইবো , মোরা মন দিয়ে সব পড়বো  । এই উদ্ভাবনী গল্পের কার্যক্রম আমার বিদ্যালয়ে চলমান রয়েছে এবং আশানুরূপ ফল পাচ্ছে শিক্ষার্থীরা । এই কার্যক্রম আমি বিদ্যালয়ে না থাকলেও চলমান থাকবে । এতে শিক্ষার্থী এবং অভিভাবক সবাই ভীষণ খুশি । আমার উদ্ভাবনী গল্পের সুবিধা গুলি নিচে তুলে ধরা হল - 
      #শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি গুলো বিকশিত হবে।
      #শিক্ষার্থীরা সকল কাজে সক্রিয় ভাবে অংশগ্রহণ করবে। 
      # পড়া লেখায় মনযোগী হবে ।
     •সাবলীল ভাবে রিডিং পড়তে পারবে।
     •পাঠ আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী হবে ।
     •শিক্ষার্থীরা সৃজনশীল হবে ।
     •শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে কথা বলতে পারবে ।
     •প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি হবে ।
     •ঝরে পড়ার হার কমে যাবে
     •শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে আগ্রহী হয়ে উঠবে ।

সর্বোপরি আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল হয়ে গড়ে উঠবে । 

আরো দেখুন