Loading..

উদ্ভাবনের গল্প

১৬ নভেম্বর, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

একটি উদ্ভাবনী গল্পঃ শতভাগ উপস্থিতির পুরস্কার

গত- ৩০ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ ,  বুধবার । ' শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে'র ( বিরামপুর , দিনাজপুর)  পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অক্টোবর মাসের শতভাগ উপস্থিতির জন্য পুরস্কার প্রদান করা হয়। চারজন ( ০৪) শিক্ষার্থী অক্টোবর মাসে শতভাগ উপস্থিত  হওয়ায় এ কৃতিত্ব অর্জন করে। তারা হলো ঃ- ১। মোছাঃ আশিক ছিদ্দিকা সুরভী , রোল নম্বর ঃ ০১ , ২। মোঃ আসিকুল ইসলাম , রোল  নম্বর ঃ ২ , ৩ । মোছাঃ ইসফাউল জান্নাত সিনথিয়া , রোল নম্বর ঃ ৫ , এবং  ৪। মোঃ তাওসিফ তামিম , রোল নম্বরঃ ১২  ।  শ্রেণি শিক্ষক ( সহকারী শিক্ষক )  জনাব মোঃ আব্দুল হাকিম মোল্লা'র  নিজস্ব প্রচেষ্টা ও অর্থায়নে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন । সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুল হাকিম মোল্লা মনে করেন -  ১* এর ধারাবাহিক প্রক্রিয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতির প্রতিযোগিতা তৈরি হবে। *২ এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিতে উপস্থিত হতে আন্তরিক হবে। *৩ পাঠে আনন্দ পাবে  ও মনোযোগ বাড়বে । *৪ শিক্ষাদানের উদ্দেশ্য সফল হবে ইত্যাদি। আজ বৃহস্পতিবার , ০১ অগ্রহায়ন ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ, প্যাক মিটিং এবং সাপ্তাহিক বিনোদনের- দিন,  তাদেরকে গতকালকের  স্বীকৃতির পর তৈরি করা ভিডিওটি  দেখালে খুব আনন্দ পায় তারা। শিক্ষার্থীদের দ্বারা  বিদ্যালয়ের  পরিবেশ সংস্থান  ও আপেক্ষিক কিংবা পরিমিত পরিবেশ বজায় রাখতে জনাব মোঃ আব্দুল হাকিম মোল্লা'র এই উৎসাহব্যঞ্জক মূলয়ায়ন প্রক্রিয়াটি একটি উদ্ভাবনী গল্প  যা     ' শতভাগ উপস্থিতির পুরস্কার ' শিরোনাম দেয়া হয়েছে।

আরো দেখুন