Loading..

উদ্ভাবনের গল্প

১৭ নভেম্বর, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

শব্দ ভাণ্ডার বৃদ্ধিতে Opposite Word Book

চিহ্নিত সেবার নাম: শব্দ ভাণ্ডার বৃদ্ধিতে Opposite Word Book

 

বর্তমানে সেবাটি যে ভাবে দেয়া হয়-

§   শ্রেণিকক্ষে বোর্ডে লিখে শিক্ষার্থীদের শেখানো হয়।

§   কখনো পোস্টার পেপারে লিখে বোর্ডে ঝুলিয়ে পড়ানো হয়।

§   পাঠ্য বইয়ের শব্দ মুখস্থ করানো হয়।

§   কখনো কখনো শব্দের সাথে ছবি দেখানো হয়।

 

 

৩। চিহ্নিত সেবা প্রদান করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সমস্যার মূল কারণ:

বিদ্যমান সমস্যা

সমস্যার মূলকারণ

সমস্যার কারণে সেবা গ্রহীতাদের ভোগান্তি

শিখন স্থায়ী হয় না

মুখস্থ করার প্রবণতা

শিক্ষার্থীরা খুব দ্রুত ভুলে যায় ।

আনন্দের সাথে শিখে না

অনুশীলনের মাধ্যমে  শিখে না।

একঘেঁয়েমী লাগে ।

৪। সমস্যা সমাধানে প্রদত্ত আইডিয়ার শিরোনাম: শব্দ ভাণ্ডার বৃদ্ধিতে Opposite Word              

Book         

                    


৫। সমাধান প্রক্রিয়া:

§   শিক্ষক বছরের শুরুতেই  ৩য় ৫ম শ্রেণি পর্যন্ত English For Today বইতে যে সব  opposite word রয়েছে  তা বের করবে।

§  পুরাতন বই থেকে ছবি কেটে সংগ্রহ করতে হবে।  

§  রঙিন কাগজ কেটে বিভিন্ন আকৃতি তৈরি করা ।

§  আর্ট পেপার দিয়ে খাতা বানানো ।

§  খাতায় Opposite word  এবং তদসংশ্লিষ্ট ছবি/ আকৃতি আটা দিয়ে লাগানো

§   শিক্ষার্থীদের দলে ও জোড়ায় opposite word book দিয়ে  word শিখতে সহায়তা করা।

৬। প্রত্যাশিত ফলাফল( TCV): 

 

      সময়

       খরচ

     যাতায়ত

আইডিয়া বাস্তবায়নের আগে

বার বার অনুশীলন করে শিখতে হত ফলে  সময়বেশি লাগত

প্রযোজ্য নয় ।

প্রযোজ্য নয় ।

আইডিয়া বাস্তয়নের পরে

সরাসরি উপকরণের মাধ্যমে শেখে ফলে শিক্ষার্থীরা দ্রুত আত্ত্বস্ত করতে পারে।

প্রযোজ্য নয় ।

 

প্রযোজ্য নয় ।

 

আইডিয়া বাস্তয়নের ফলে সেবা গ্রহীতাদের প্রত্যাশিত বেনিফিট

সরাসরি Opposite Word Book  দেখে  শিক্ষার্থীদের শিখনের আগ্রহ বৃদ্ধির মাধ্যমে দ্রুত ও স্থায়ী শিখন অর্জিত হয়। 

প্রযোজ্য নয় ।

 

প্রযোজ্য নয় ।

 

অন্যান্য সুবিধা: একবার বই তৈরি করলে অনেক বছর ব্যবহার করা যাবে। শিক্ষার্থীদের  

শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে। 

আরো দেখুন