Loading..

উদ্ভাবনের গল্প

১৮ নভেম্বর, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ

উদ্ভাবনী শক্তিতে বেড়ে উঠুক নতুন প্রজন্ম

সারা বিশ্ব যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে শুধু কায়িক পরিশ্রম দিয়ে কখন পরিবর্তনশীন বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। পরিবর্তনশীল বিশ্বের সাথে টিকে থাকতে হলে আমাদের প্রয়োজন উদ্ভাবনী চিন্তা শক্তি। নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানা। নতুন কিছু করার সাহস এবং অনুপ্রেরণা।


আমি সবসময়ই ছাত্র-ছাত্রদের সৃজনশীল এবং উদ্ভাবনী কিছু করার জন্য অনুপ্রেরণা দিই। তবে এবার আমার ৬ষ্ঠ শ্রেণির ডিজিটার প্রযুক্তি ক্লাসের ছাত্র-ছাত্রীরা আমাকে মুগ্ধ করে দিয়েছে। তারা তাদের উদ্ভাবনী সৃজনশীল মেধা দিয়ে অত্যন্ত সহজমুল্যের এবং আশেপাশের উপকরণ দিয়ে সুন্দর খেলনা গাড়ি বানিয়ে আমাকে অবাক করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে তাদের সতস্ফুর্ত অংশগ্রহণ এবং আগ্রহ। সবাই অত্যান্ত মনোযোগ দিয়ে কাজগুলো করেছে এবং সবাইকে খুব প্রাণবন্ত মনে হয়েছে।


ক্লাসে কিছুটা অমনোযোগী বাচ্চাটাও দেখলাম খুব মনোযোগ দিয়ে তার খেলনা বানাচ্ছে। তাতে মনে হলো আসলেই শিক্ষাটা এভাবেই দেওয়া উচিত। যেখানে কোন ভয় নেই, প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা বেশি। কাজ করার মধ্যে আছে অনেক অনেক আনন্স সেভেনেও দেখলাম তাদের সুন্দর সুন্দর সৃষ্টি। অসাধারণ সব খেলনা এবং বিজ্ঞানের ছোট ছোট কিছু আবিষ্কার যেমন, মোটর, ব্যাটারি, লাইট এইগুলো ব্যবহার করেও তারা সুন্দর সুন্দর নৌকা, খেলনা, ফ্যান তৈরি করেছে। 

আসলেই স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে তাদের মধ্যে সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তা শক্তি বৃদ্ধির কোন বিকল্প নাই। 

 

আরো দেখুন