Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ নভেম্বর, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ণ

শচীন টেন্ডুলকারের তুলনা কেবল শচীন টেন্ডুলকারের সাথেই
শচীন টেন্ডুলকারের তুলনা কেবল শচীন টেন্ডুলকারের সাথেই
তাঁর সাথে দ্বিতীয় কারও তুলনা করাটা একেবারেই অন্যায়। ভীষণ রকমের অন্যায়। যেই যুগে একটা বিশ্বকাপে ৩৯+ সেঞ্চুরি হয়। ৩০০/৩৫০/৪০০ রান হয় হরহামেশাই সেই যুগের ব্যাটিং নিয়ে ক্রিকেট ঈশ্বরকে চ্যালেঞ্জ জানান??
১৯৭৯ সালের বিশ্বকাপে সেঞ্চুরি হয়েছিলো ২ টা!
১৯৯৯ সালের বিশ্বকাপেও সেঞ্চুরি হয়েছিলো ১১ টি!
২০২৩ বিশ্বকাপে সেঞ্চুরি হয়েছে ৩৯* টি!
সেখানে এই যুগের হাইওয়ে পিচের সেরাদের কাউকে আপনি ক্রিকেটের ঈশ্বরের সাথে তুলনা করছেন? কেউ কেউ আবার তাকে এগিয়েও রাখছেন!! তাদের শুধু একটা কথাই বলবো শচীন টেন্ডুলকার একজনই। তার সাথে দ্বিতীয় কারও তুলনা হবে না। এমনকি ২০০ সেঞ্চুরি করলেও না। কারণ টেন্ডুলকারের প্রতিটি শটেই ছিলো শিল্পের ছোঁয়া। আগে ক্রিকেটটা ভালো করে বুঝুন। না বুঝলে লিজেন্ডদের কাছ থেকে মতামত নিন। গাঙ্গুলি, পন্টিং, ক্যালিস, ইনজামাম, সাঈদ আনোয়ার, ব্রেটলি, শোয়েব আখাতার, ওয়াসিম আকরাম, শেন বন্ড, মুরালিধরন, জয়াসুরিয়াদের মত ১০০ সাবেক কিংবদন্তি ক্রিকেটারকে যদি এই প্রশ্নটা করেন ৯০ জনই বলবেন শচীন টেন্ডুলকার। সেখানে আপনারা কারা? যারা শচীন টেন্ডুলকারের চাইতেও কোহলিকে এগিয়ে রাখার মত ধৃষ্টতা দেখাচ্ছে তাদের ৯০ ভাগেরই কিন্তু জন্ম ২০০০ সালের পর! কাজেই যারা বুঝার এতটুকুতেই বুঝে যাবে। ক্রিকেটে আমার ভালোলাগা ভালোবাসা শচীন টেন্ডুলকারকে দেখেই। জানিনা এই ইস্যুতে নিরপেক্ষতা বজায় রাখতে পারছি কিনা। তবে এতটুকু বিশ্বাস ১০০ কিংবদন্তি ক্রিকেটারকে এই প্রশ্ন করলে অন্তত ৯০ জনই শচীন টেন্ডুলকারকে সেরা বলবেন। সেটাই কি যথেষ্ঠ না অর্বাচীনদের মাতামাতি খারিজ করে দেয়ার জন্য।

আরো দেখুন