Loading..

উদ্ভাবনের গল্প

২১ নভেম্বর, ২০২৩ ০৬:০৬ অপরাহ্ণ

সহজে ইংরেজি বলার দক্ষতা উন্নয়ন

ফ্লিপ ব্যবহারে  ইংরেজি  কৃত্রিম পরিবেশ সৃষ্টির  করে সহজে ইংরেজি বলার দক্ষতা উন্নয়ন করা যায় । ফ্লিপ হল শ্রেণীকক্ষের পরিবেশে  একটি বিনামূল্যে-ব্যবহারযোগ্য ভিডিও ভিত্তিক কনটেন্ট তৈরীর ও  ভিডিও ভিত্তিক আলোচনার প্ল্যাটফর্ম। এখানে আলোচনা ও সমালোচনা শুধুমাত্র ভিডিও মাধ্যমে হয় ।

প্রথমে শিক্ষার্থীকে ফ্লিপ প্লাটফর্ম নিবন্ধন করে নিবে । অতঃপর কোন শিক্ষার্থীরা বা educator কোন বিষয়ে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরী করে ফ্লিপ আপলোড করবে ।  

ফ্লিপ ব্যবহারের মাধ্যমে ইংরেজি জিরো লেবেল থেকে উন্নতি শুরু করতে পারবে। প্রথমে শিক্ষার্থী Introduction / myself  নিয়ে video তৈরী শুরু  করবে , নিজ আইডিতে আপলোড করবে ।

অতঃপর  নিজ শ্রেণির সহপাঠী / স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সাথে co-lead invite দিয়ে যুক্ত হয়ে ভিডিও শিয়ার, লাইক ও কমেণ্ট করা যায় । সহপাঠী video  সৃজনশীল critic করে  ইংরেজি বলার দক্ষতা আরো বাড়াতে পারবে ।

এইভাবে নিজ ফ্লিপ আইডিতে প্রতি নিয়ত গ্রুপ বানিয়ে বিভিন্ন টপিক

নিয়ে ভিডিও তৈরী, আলোচনা ও ভিডিও সমালোচনা দিয়ে বেদেশি ইডুকেটরের সাথে সংযোগ হয়ে  বৈশ্বিক বিষয়ে জানা ও ইংরেজি বলার দক্ষতা উন্নয়ন সহজতর হয় ।

আরো দেখুন