Loading..

উদ্ভাবনের গল্প

২২ নভেম্বর, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ণ

শিক্ষার্থীরাই যখন বিভিন্ন পন্যের চরিত্রে অবতীর্ণ হয়।
                                                           
 "পুষ্টিকর খাবার খাবো 

সু- স্বাস্থ্যের অধিকারী হবো"
শিক্ষার্থীরাই যখন বিভিন্ন পন্যের চরিত্রে অবতীর্ণ হয় তখন তা দেখতে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। এমনই একটি বিষয় পলাশ পাইলট  উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা করে দেখিয়েছে।
আসসালামু আলাইকুম স্যার ও ম্যাডাম। আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত জানাই।আমার উদ্ভাবনী গল্পটি পড়ে এবং ভিডিও টি দেখে আমাকে লাইক ও কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। স্কিল কোর্স -১ কুকিং শিখন কালীন অভিজ্ঞতায় যখন দক্ষতা অর্জনে পণ্য নিজেই তার ব্যবহার, প্রকার এবং উপকারিতা নিয়ে কথা বলে। ঠিক তাই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা জীবন ও জীবিকা বিষয়ে শিখন কালীন অভিজ্ঞতা শেষে স্কিল বা দক্ষতা হিসাবে নিজেরাই পণ্য  যথা  আলু, ডিম এবং চালের চরিত্রের রূপ নিয়ে তারা তাদের প্রত্যেকের বিভিন্ন রান্নায় তাদের যুক্ত করা,  তাদের প্রত্যেকের প্রকারভেদ, খাবার হিসেবে খেলে বা ভোগ করলে শরীরের কি কি উপকারিতা আছে  তা একক অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা অন্য চরিত্রে অভিনয় করে খুবই আনন্দ ও মজা পেয়েছে এবং তারা  বিষয়টিকে খুবই উপভোগ করেছে।

আরো দেখুন