Loading..

উদ্ভাবনের গল্প

২২ নভেম্বর, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ

বিনা মূল্যে স্বাস্থ্য সেবা। অভিজিৎ কুমার মন্ডল,সহকারী শিক্ষক ,বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়,খালিশপুর,খুলনা।ফোন- ০১৭৬৬-৯৯৪২৪১/০১৯৭৬-৯৯৪২৪১

বিনামূল্যে স্বাস্থ্য সেবা।


জনগণের দোরগড়ায় স্বাস্থ্যসেবা কিভাবে পৌছাতে হবে।       


কিভাবে প্রথমিক চিকিৎসা প্রদান করতে হবে?


প্রাথমিক প্রবিধান কি?


কোন রোগের কি চিকিৎসা, ক্ষুদে ডাক্তারদের কর্মসূচি কি হবে। ইত্যাদি বিষয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে।কোন সহকর্মী হঠাৎ পড়ে গেলে বা তার কোন স্থান কেটে গেলে কি সেবা দিতে হবে সে বিষয় তারা জেনেছে। তারা পোস্টার পেপারের মাধ্যমে সেটা সুন্দর ভাবে উপস্থাপন করেছে।

কারো প্রেসারকমে গেলে প্রেসার মেপে তার প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।সব বিষয়ে এই ক্ষুদে ডাত্তাররা জানতে পেরেছে।

সম্পূর্ণ আয়োজনটি আমি নিজ উদ্দোগে করেছি। শিক্ষার্থীরা খুব খুশি হয়েছে।তারা উৎফুল্লভাবে অংশগ্রহণ করেছে। এবং আমি মনে করি সরকার যে পদক্ষেপ নিয়েছে তার ফল অবশ্যই ভালোহবে।নতুনকারিকুলাম বাস্তবায়নে এরাই ভূমিকা রাখবে।

শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর ঘটবে বলে আমি বিশ্বাস করি।


ধন্যবাদ

আরো দেখুন