Loading..

উদ্ভাবনের গল্প

২৪ নভেম্বর, ২০২৩ ০৬:২৭ অপরাহ্ণ

জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হবো , শুদ্ধস্বরে জাতীয় সংগীত গাইবো ।

আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত। আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু , প্রধান শিক্ষক ,বেগুনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় , গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । আমার উদ্ভাবনী গল্পের শিরোনাম - জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হবো , শুদ্ধস্বরে জাতীয় সংগীত গাইবো । দৈনিক সমাবেশে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য আমি প্রতিদিন ট্রাক মিউজিক ও হারমোনিয়ামের সাথে শুদ্ধস্বরে শিক্ষার্থীদের জাতীয় সংগীত অনুশীলন করাই ।  পূর্বে তারা সঠিক সুর , তাল , লয় এর সাথে গাইতে পারতোনা না এখন তারা শুদ্ধস্বরে গাইতে পারে । এইভাবে অনুশীলন করার জন্য শিক্ষক , শিক্ষার্থী অনেক খুশি । আমার অনুপস্থিতিতেও এই কার্যক্রম চালু থাকবে । এই উদ্ভাবনী গল্পের সুবিধা গুলি হল -

# শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে অনেক আগ্রহী হয়ে উঠেছে । 

# তারা জাতীয় চেতনায় অনুপ্রাণিত হয়েছে 

# তাদের মধ্যে শৃঙ্খলা , নিয়মানুবর্তিতা , ভ্রাতৃত্ব বোধ ইত্যাদি গুনগুলো সমৃদ্ধ হয়েছে ।

# লাল সবুজের পতাকার মূল্য দিতে শিখেছে । 

# তাদের মূল্যবোধ ও আচরনিক পরিবর্তন ঘটেছে । 

আরো দেখুন