Loading..

উদ্ভাবনের গল্প

২৯ নভেম্বর, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ণ

শিক্ষার্থীর সৃজনশীলতা
img
Sharmistha Bain

সহকারী শিক্ষক

কাগজ দিয়ে নৌকা বানিয়ে বৃষ্টির দিনে ভাসিয়ে দেওয়া। 

বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ভাষায়...

ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ-নৌকাখানি।

লিখে রাখি তাতে আপনার নাম,

লিখি আমাদের বাড়ি কোন গ্রাম

বড়ো বড়ো ক’রে মোটা অক্ষরে যতনে লাইন টানি।

যদি সে নৌকা আর-কোনো দেশে

আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে

আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি

কার কাছ হতে ভেসে এল স্রোতে কাগজ-নৌকাখানি।

আরো দেখুন