Loading..

উদ্ভাবনের গল্প

২৯ নভেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ণ

খাবার ভাগ করে নিতে শেখা
img
Sharmistha Bain

সহকারী শিক্ষক

শিক্ষার্থী বন্ধুরা কেউ একজন খাবার নিয়ে আসেনি এবং টিফিনের সময়ে অন্য সবার খাবার দেখে তার মন খারাপ হয়। সে বাইরে যেয়ে ক্ষুধা মিটাতে পানি পান করে। তার অন্য সহপাঠী বন্ধুরা এটি  খেয়াল করে এবং তার অনুপস্থিতে তার টিফিনবক্স-এ প্রত্যেকে নিজেদের খাবার থেকে অল্প অল্প করে খাবার রাখে। সে ফিরে এসে দেখে তার টিফিন বক্স ভারী। তখন সে পুনরায় এটি খুলে দেখে এবং এর ভিতর খাবার দেখে অবাক হয়। পরে সবার দিকে তাকিয়ে দেখতে থাকে কে তাকে খাবার দিলো। অন্য শিক্ষার্থীদের মিটিমিটি হাসি তাকে বুঝিয়ে দেয় তার বন্ধুরা তাকে অভুক্ত রেখে খেতে চায়নি। তখন তার মন ও খুশিতে ভরে উঠে।

আরো দেখুন