Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ নভেম্বর, ২০২৩ ০৮:৫১ অপরাহ্ণ

ধানের চারা রোপণ।

ধানের চারা রোপণ -- সমান করা সমতল জমিতে জাত ও মৌসুম ভেদে ২৫-৪৫ দিন বয়সের চারা রোপণ করা ভালো। জমিতে ছিপছিপে পানি রেখে দড়ির সাহায্যে সারি করে চারা রোপণ করতে হবে। এক সারি থেকে অন্য সারির দূরত্ব ২০-২৫ সেমি এবং সারিতে এক গোছা থেকে অন্য গোছার দূরত্ব ১৫-২০ সেমি হওয়া দরকার। প্রতি গোছায় ২-৩ টি চারা রোপণ করতে হবে। দেরিতে রোপণ করলে চারার সংখ্যা বেশি ও ঘন করে  রোপণ করতে হবে। 

আরো দেখুন