Loading..

নেতৃত্বের গল্প

৩০ নভেম্বর, ২০২৩ ০৯:৩৫ অপরাহ্ণ

আমার স্বপ্ন, আমার স্কুল

পৌর মডেল স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ-এ ০১-০১-২০২০ সালে যোগদানের পর থেকে অদ্যাবধি প্রধান শিক্ষক হিসেবে আমার প্রচেষ্টায় - শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ঝিনাইদহ জেলার মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পুরষ্কার অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করার জন্য চমৎকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন, শিক্ষার্থীদের মেধাকে শানিত করার জন্য সমৃদ্ধ লাইব্রেরী স্থাপন, সততা ও নৈতিকতা চর্চার জন্য সততা স্টোর স্থাপন, ডিজিটালাইজেশন হিসাবে স্মার্ট হাজিরা, সিসি ক্যামেরা ও সফটওয়্যার এর মাধ্যমে হিসাব সংরক্ষণ, উদ্ভাবনীমূলক কার্যক্রম পরিচালনার জন্য পৌর মডেল আদর্শ বিজ্ঞান ক্লাব স্থাপন, সৃজনশীল মেধা বিকাশের জন্য সংগীত, আবৃত্তি ও চিত্রাঙ্গন শেখার সুব্যাবস্থা, ইংলিশ স্পোকেন ক্লাব গঠন, নিয়মিত বিতর্ক প্রতিযোগীতার আয়োজন, স্কাউটস ও গার্ল ইন স্কাউটস টিম গঠন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য নিয়মিত ইন হাউজ প্রশিক্ষণের আয়োজন, পরিত্যাক্ত ছাদকে দৃষ্টিনন্দন ছাদবাগানে রুপান্তর। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২৩ প্রতিযোগীতায় ঝিনাইদহ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি এবং শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
আমি স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি পৌর মডেল স্কুল এন্ড কলেজ একদিন বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করবে, ইনশাআল্লাহ।

আরো দেখুন